Border-Gavaskar Trophy: ফিলিপ হিউজ়ের মৃত্যুর এক দশক পার, অস্ট্রেলিয়ান প্রাক্তনীকে শ্রদ্ধার্ঘ্য জানাতে বিশেষ উদ্যোগ
Australia vs India: ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের আগে ফিলিপকে সম্মান জানাতে বিশেষ ব্যবস্থা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
পারথ: ফিলিপ হিউজ় (Phillip Hughes), অস্ট্রেলিয়ার তারকা ওপেনার। জাতীয় দলের হয়ে খেলেছেন ২৬টি টেস্ট। ঘরোয়া ক্রিকেটে এক ম্যাচ খেলার সময় ঘাড়ে বল লেগে মাটিতে লুটিয়ে পড়েন। তারপর আর উঠেননি তিনি। মৃত্যুর কোলে ঢোলে পড়েন হিউজ়। সেই ঘটনার এক দশক পার হয়ে গিয়েছে। ১০ বছরে হিউজ়কে শ্রদ্ধা জানাতেই বিশেষ উদ্যোগ নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে আসন্ন তিন শেফিল্ড শিল্ড ম্যাচ তো বটেই, অ্যাডিলেডে ভারত বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টেও প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনারকে শ্রদ্ধার্ঘ্য জনানো হবে। ৬ জিসেম্বর থেকে শুরু হবে বর্ডার-গাওস্কর ট্রফির (Border-Gavaskar Trophy) দ্বিতীয় ম্যাচ। সেই ম্যাচেই ফিলিপ হিউজ়কে স্মরণ করে হিউজ় পরিবাবের সঙ্গে যৌথভাবে তাঁর একটি ডকুমেন্টারি তৈরি করা হয়েছে। সেই ডকুমেন্টারি টেস্ট ম্যাচ শুরুর আগে দেখানোও হবে।
Marking the 10-year anniversary of his passing, the former Australia batter will be paid tribute ahead of the second #AUSvIND Test.https://t.co/MF3iMoYNhT
— ICC (@ICC) November 22, 2024
গোটা বিষয়ে হিউজ় পরিবারের যাতে কোনও অসুবিধা না হয়, বা অস্বস্তিবোধ না হয়, সেইদিকে বিশেষ নজর রাখা হয়েছিল বলেই ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানান সিইও নিক হকলি। তিনি বলেন, 'ফিলিপ হিউজ়কে যারা চিনতেন, জানতেন, তাঁদের জন্য তাঁকে স্মরণ করার একটা সুযোগ হবে বলে আমাদের মনে হয়। তবে আমরা সবার আগে নিশ্চিত করতে চেয়েছিলাম যে ফিলিপের জীবন উদযাপন করার আমাদের সিদ্ধান্তে যাতে হিউজ় পরিবারের কোনও সমস্যা না হয়।'
আন্তর্জাতিক ক্রিকেটে তো হিউজ়কে স্মরণ করা হবেই, পাশাপাশি শেফিল্ড শিল্ডের ম্যাচগুলিতেও ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন এবং সকল পতাকা অর্ধনিমজ্জিত থাকবে বলেও জানানো হয়েছে।
২০১৪ সালে হিউজ়ের মৃত্যুর পরে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট ম্যাচেও তাঁকে ১৩তম ক্রিকেটার হিসাবে ঘোষণা করা হয়েছিল। উপরন্তু, ৬৩ সেকেন্ড ধরে করতালিতে তাঁকে সম্মানও জানানো হয়। ৬৩ রানেই নিজের শেষ ইনিংসে অপরাজিত ছিলেন হিউজ়। এবারও সেই ঘটনার এক দশক পর তাঁকে শ্রদ্ধা জানানো হবে।
ম্যাচের সমস্ত লাইভ আপডেট পেতে ক্লিক করুন এখানে...
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'আমি কিন্তু তোমার থেকে জোরে বল করি', ব্যাট করতে করতেই হর্ষিত রানাকে হুঁশিয়ারি মিচেল স্টার্কের