BPL 2023: মাঠেই ধূমপান! ভাইরাল প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদের ছবি
Khaled Mahmud: এই প্রথম নয়, এর আগেই ধূমপান করার সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক। কয়েক বছর এক লাইভ শো চলাকালীনই খালেদ মাহমুদ ধূমপান করতে দেখা গিয়েছিল।
ঢাকা: বাংলাদেশে রমরমিয়ে চলছে বাংলাদেশের প্রিমিয়ার লিগ (BPL 2023)। সদ্যই শেষ হয়ে বিপিএলের গ্রুপ পর্ব, কাল থেকে শুরু প্লে অফ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে খুলনা টাইগার্স ছয় উইকেটে ফরচুন বরিশালকে পরাজিত করেও প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে পারেনি। এই ম্যাচেই এক অভাবনীয় ঘটনা ক্যামেরাবন্দি হল।
বিপিএলে খুলনা টাইগার্সের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদ (Khaled Mahmud)। ম্যাচের মাঝে মাঠেই তাঁকে ধূমপান করতে দেখা গেল। সাজঘরের সামনেই ধূমপান করার সময় খালেদ মাহমুদের ছবি ক্যামেরাবন্দি হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরালও হয়েছে। প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেই ধূমপান করার সময় ক্যামেরাবন্দি হয়েছিলেন প্রাক্তন বাংলাদেশ অধিনায়ক। কয়েক বছর এক লাইভ শো চলাকালীনই তাঁকে ধূমপান করতে দেখা গিয়েছিল।
Khulna Tigers head coach Khaled Mahmud smoking during the match in BPL tonight.#BPL2023 #INDvsAUS pic.twitter.com/0kcRQJ2ONm
— Drink Cricket 🏏 (@Abdullah__Neaz) February 10, 2023
ম্যাচে কিন্তু দুই দলই নিজেদের সেরাটা উজাড় করে দেন। একেবারে শেষ ওভার পর্যন্ত চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ ওভারে খুলনার জয়ের জন্য নয় রান প্রয়োজন ছিল। এই অবস্থায় ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে যথাক্রমে ছক্কা ও চার মারেন হাবিবুর রহমান। ছয় উইকেটে ম্যাচ জিতে নেয় খুলনা। যদিও লিগ তালিকায় পাঁচে শেষ করায় প্লে-অফে জায়গা করতে পারেনি খুলনা। রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল প্রথম চার দল হিসাবে প্লে অফে পৌঁছয়। ১৬ ফেব্রুয়ারি আয়োজিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল।
অশ্বিনের কীর্তি
টেস্টে বল হাতে ফের ভেল্কি আর অশ্বিনের (R Ashwin)। নাগপুরে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিলেন তামিলনাড়ুর অফস্পিনার (Ind vs Aus)। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৮ উইকেট অশ্বিনের। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে এক মাইলফলকও স্পর্শ করলেন অশ্বিন।
দেশের মাটিতে টেস্টে এই নিয়ে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিলেন অশ্বিন। এবং ছুঁয়ে ফেললেন অনিল কুম্বলের (Anil Kumble) রেকর্ড। কিংবদন্তি লেগস্পিনার টেস্টে দেশের মাটিতে ২৫ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন। এবার কুম্বলের সঙ্গে একই কীর্তি গড়ে ফেললেন অশ্বিনও। তবে দেশের মাটিতে টেস্টে সবচেয়ে বেশিবার ইনিংসে ৫ উইকেট নেওয়ার নজির রয়েছে মুথাইয়া মুরলীধরনের। শ্রীলঙ্কার কিংবদন্তি ৪৫ ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। শ্রীলঙ্কার আর এক স্পিনার রঙ্গনা হেরাথ দেশের মাটিতে টেস্টে ২৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন।
আরও পড়ুন: স্বজনপোষণের ফলেই দলে সুযোগ পাচ্ছেন রাহুল, বিস্ফোরক অভিযোগ বেঙ্কটেশ প্রসাদের