Milind Rege Demise: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু, চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে
Indian Cricket Team: শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে। প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেটার মিলিন্দ রেগে। যিনি মুম্বই ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক।

মুম্বই: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) শুরু হয়ে যাচ্ছে বুধবার। আর বৃহস্পতিবারই মাঠে নেমে পড়ছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ভারতের সামনে বাংলাদেশ।
সেই ম্যাচের আগের দিনই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে। প্রয়াত হলেন প্রাক্তন ক্রিকেটার মিলিন্দ রেগে। যিনি মুম্বই ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক। ঘরোয়া ক্রিকেটের অন্যতম নামী চরিত্র। সুনীল গাওস্করের ঘনিষ্ঠ বন্ধু মিলিন্দ রেগে। হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার হাসপাতালেই প্রয়াত হলেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
গত রবিবারই জন্মদিন গিয়েছে মিলিন্দের। ৭৬ পূর্ণ করেছিলেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) ভর্তি করা হয় তাঁকে। বুধবার সকাল ৬টা নাগাদ তিনি প্রয়াত হন। স্ত্রী ও দুই পুত্রকে রেখে গেলেন মিলিন্দ।
মিলিন্দের জীবনও বেশ নাটকীয়। মাত্র ২৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তারপর ক্রিকেট মাঠেও ফেরেন। রঞ্জি ট্রফিতে মুম্বই দলকে নেতৃত্বও দেন।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে কেমন হতে পারে ভারতের একাদশ? চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই চমক?
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে মুম্বই ক্রিকেট সংস্থার সঙ্গে বিভিন্নভাবে যুক্ত ছিলেন মিলিন্দ রেগে। ১৯৮৮ সালে সচিন তেন্ডুকর মুম্বইয়ের রঞ্জি দলে ঢোকার সময় মিলিন্দ ছিলেন মুম্বই ক্রিকেট সংস্থার অন্যতম নির্বাচক।
মিলিন্দ রেগে ও সুনীল গাওস্কর ছোটবেলার বন্ধু। দু'জনে একই স্কুল ও কলেজে পড়াশোনা করেছেন। দাদার ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের হয়ে দু'জনে একসঙ্গে ক্রিকেটেও খেলেছেন চুটিয়ে। ২০০০ সাল থেকে মিলিন্দ মুম্বই ক্রিকেট সংস্থার উপদেষ্টার দায়িত্বে ছিলেন। মিলিন্দের প্রয়াণে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মুম্বইয়ের আরও এক তারকা রবি শাস্ত্রী।
Really sad to hear about the demise of a dear friend Milind Rege. A true Champion in his contribution to Mumbai and Tata's cricket all-round. A Mentor Par Excellence. Heartfelt condolences to Raj and family. God bless his soul. pic.twitter.com/ZrB1fHAizg
— Ravi Shastri (@RaviShastriOfc) February 19, 2025
অজিঙ্কা রাহানের নেতত্বে মুম্বই ক্রিকেট দল এই মুহূর্তে নাগপুরের জামথায় বিদর্ভের বিরুদ্ধে রঞ্জি ট্রফির সেমিফাইনাল খেলতে ব্যস্ত। তার মাঝেই শোকের খবর। বুধবার, তৃতীয় দিনের খেলা শুরুর আগে মুম্বই ও বিদর্ভ দুই দলের ক্রিকেটারেরাই মিলিন্দকে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন। মুম্বইয়ের ক্রিকেটারেরা কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নেমেছেন।
আরও পড়ুন: আজ শুরু চ্যাম্পিয়ন্স ট্রফি, বাবর-রিজওয়ানদের বেকায়দায় ফেলতে তৈরি নিউজ়িল্যান্ডের স্পিন-ফলা




















