Champions Trophy 2025: আটবারের মধ্যে ছয়বার ফাইনালে পৌঁছেছে টিম ইন্ডিয়া, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের রেকর্ড কেমন?
Indian Cricket Team: যশপ্রীত বুমরা না থাকলেও, রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিদের নিয়ে তৈরি ভারতীয় দল কিন্তু যথেষ্ট শক্তিশালী।

নয়াদিল্লি: গত আইসিসি ট্রফির চ্যাম্পিয়ন, দলে একগুচ্ছ তারকা। টিম ইন্ডিয়া (Indian Cricket Team) যে টুর্নামেন্টেই নামে, তাঁরা সিংহভাগ ক্ষেত্রেই ফেভারিটদের মধ্যে থাকা। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিও (Champions Trophy 2025) কিন্তু বিকল্প নয়। যশপ্রীত বুমরা না থাকলেও, রোহিত, কোহলি, মহম্মদ শামিদের নিয়ে তৈরি ভারতীয় দল কিন্তু যথেষ্ট শক্তিশালী। চ্য়াম্পিয়ন্স ট্রফিতে অতীত পরিসংখ্যান কী বলছে?
২০০২ সালে এই ট্রফির নাম পরিবর্তন করে চ্যাম্পিয়ন্স ট্রফি করা হয়। তার পূর্বে এই টুর্নামেন্টের নাম ছিল আইসিসি নক আউট ট্রফি। এই প্রতিযোগিতায় টিম ইন্ডিয়ার রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। ভারতীয় দল কিন্তু গত বারের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালিস্ট। সেবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে হার্দিক পাণ্ড্যর দৌরাত্ম্য সত্ত্বেও পরাজিত হয়েছিল ভারতীয় দল। তবে টিম ইন্ডিয়া কিন্তু দুই দুইবার এই চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে। আটটি সংস্করণের মধ্যে আরও চারবার ফাইনালে এসে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে ভারতকে।
এক নজরে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফি রেকর্ড-
১৯৯৮- প্রথমবার মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বাধীন ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছলেও ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ছয় উইকেটে পরাজিত হয়।
২০০০- দুই বছর পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধিনায়কত্বে ভারত আরও একধাপ এগোয়, তবে এবারও খেতাব অধরাই থাকে। সৌরভ ১১৭ রানের ইনিংস খেললেও নিউজ়িল্যান্ডের কাছে শেষ ওভারের রোমহর্ষক ম্যাচে পরাজিত হয় ভারত।
২০০২- অবশেষে ২০০২ সালে সৌরভের তত্ত্বাবধানেই প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ভারতীয় দল। তবে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ আয়োজিত না হওয়ায় ট্রফি ভাগাভাগি হয়ে যায়। রিজার্ভ ডে সত্ত্বেও খেলা সম্ভব হয়নি।
২০০৪- এক্ষেত্রে ভারতীয় দল চূড়ান্ত হতাশ করে। পাকিস্তানের কাছে হারের পর গ্রুপ পর্বের গণ্ডিও পার করতে পারেনি টিম ইন্ডিয়া।
২০০৬- নিজেদের দেশের মাটিতে দুই বছর পরেও ছবিটা বদলায়নি। রাহুল দ্রাবিড়ের ভারত গ্রুপ পর্ব ইংল্যান্ডকে হারালেও, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের কাছে টুর্নামেন্ট থেকে আগেভাগেই বিদায় নেয়।
২০০৯- অধিনায়ক বদলালেও এই সংস্করণেও ভারতীয় দলের ভাগ্য বদলায়নি। নাগাড়ে তৃতীয়বার গ্রুপ পর্ব থেকে ধোনির ভারতীয় দল বিদায় নেয়।
২০১৩- চার বছর পরে ধোনিরা সেই হতাশাজনক ফলাফল সম্পূর্ণ বদলে ফেলেন। ইংল্যান্ডের মাটিতে একেবারে অপরাজিত থেকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি হাতে তোলে টিম ইন্ডিয়া।
২০১৭- শেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে পৌঁছলেও পরাজিত হয় ভারত। ম্যাচে ফখর জমানের সেঞ্চুরি পার্থক্য গড়ে দেয়। যশপ্রীত বুমরার এক নো বলে ফখর আউট হয়েও জীবনদান পান। হার্দিক চেষ্টা করলেও, ব্যাটিং ব্যর্থতায় শেষমেশ ১৮০ রানে হারে ভারতীয় দল। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তোলে পাকিস্তান।
দীর্ঘ আট বছর পর আবারও চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরছে। টিম ইন্ডিয়া এবারে কি নিজেদের তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জিতবে? সেই আশাতেই রয়েছেন টিম ইন্ডিয়ার অনুরাগীরা।
আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ভারতীয় শিবির ছাড়লেন দলের গুরুত্বপূর্ণ সদস্য, কিন্তু কেন?




















