Champions Trophy 2025: রশিদদের সাফল্যে 'আফগান জলেবি' গানে নেচে মন জিতলেন ভারতীয় ক্রিকেটার
Irfan Pathan: রশিদ খান, ইব্রাহিম জাদ্রানদের সাফল্যে দিল খুশ ভারতের প্রাক্তন অলরাউন্ডারের। এতটাই খুশি তিনি যে, রীতিমতো নাচলেন।

করাচি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy) সবচেয়ে বড় অঘটনটা ঘটিয়েছে আফগানিস্তান। ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছে। আর সেই সঙ্গে তৈরি করেছে সেমিফাইনালে ওঠার আশা।
রশিদ খান, ইব্রাহিম জাদ্রানদের সাফল্যে দিল খুশ ভারতের প্রাক্তন অলরাউন্ডারের। এতটাই খুশি তিনি যে, রীতিমতো নাচলেন। তাও জনপ্রিয় আফগান জলেবি গানের তালে। পরে সোশ্যাল মিডিয়ায় নিজের সেই নাচের ভিডিও পোস্ট করলেন ইরফান পাঠান (Irfan Pathan)।
যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই ভিডিও দেখে মুগ্ধ আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে নামী তারকা রশিদ খান (Rashid Khan)। তবে ইরফান পাঠানের কাছে অভিযোগও করলেন। তাঁকে ফেলে একা একা নাচের জন্য। রশিদ খান লিখেছেন, 'ভাইজান, আমাকে ছাড়াই নাচছো। হা হা। ধন্যবাদ ভাই। সব সময় যেভাবে সমর্থন করেছো, ভালবেসেছো।'
View this post on Instagram
আরও পড়ুন: আজ দুরন্ত আফগানদের রুখে দিতে পারে বৃষ্টি, জিতলেই সেমিফাইনালে অস্ট্রেলিয়া
আফগানিস্তানের সেলিব্রেশনে সামিল হয়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠান। আফগানদের জয়ে সুপার হিট গানে কোমর দোলালেন তিনি। তিনি যে এই প্রথমবার আফগানিস্তানের জয়ের পর নাচলেন, এমনটা নয়। ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপে আফগানিস্তান যখন ইংল্যান্ডেকে হারিয়েছিল, তখন মাঠেই রশিদ খানদের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল জুনিয়র পাঠানকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল।
এবারও ইরফান পাঠানের এই সেলিব্রেশনের ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আফগানদের সাফল্যে প্রাক্তন ভারতীয় তারকা আবেগ গোপন করতে পারেননি।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে রয়েছে আফগানিস্তান। শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বি-র শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছেন রশিদ খানরা। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারলেই শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলবে আফগানিস্তান। প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নেমেই ইতিহাস গড়ার সুযোগ আফগানদের।
এই ম্যাচ কার্যত চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) কোয়ার্টার ফাইনালে পরিণত হয়েছে। যে দল জিতবে, সেমিফাইনালে পৌঁছে যাবে। আফগানিস্তানকে জিততেই হবে। তবে অস্ট্রেলিয়া হারলেও সেমিফাইনালে জেতে পারে, যদি ইংল্যান্ড বড় ব্যবধানে হারিয়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে।




















