Champions Trophy 2025: উদ্বেগের অবসান ঘটিয়ে কিউয়িদের বিরুদ্ধে ম্যাচের আগেই অনুশীলনে ফিরলেন ভারতীয় তারকা ব্যাটার
IND vs NZ: বুধবার, গোটা ভারতীয় দল আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলন করলেও, অনুশীলন করেননি কেবল শুভমন গিল।

দুবাই: চ্যাম্পিয়ন্স ট্রফির ( ICC Champions Trophy 2025) প্রথম দুই ম্যাচ জিতে ভারতীয় দল ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। রবিবার, ২ মার্চ নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে (IND vs NZ) গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তার আগেই ভারতীয় শিবিরের উদ্বেগ বাড়িয়েছিলেন শুভমন গিল (Shubman Gill)।
বুধবার, গোটা ভারতীয় দল আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির মাঠে অনুশীলন করলেও, অনুশীলন করেননি কেবল শুভমন গিল। এরপরেই তাঁর ফিটনেস নিয়ে স্বাভাবিকভাবেই ভারতীয় সমর্থকদের উদ্বিগ্ন হন। বর্তমান সময়ে সীমিত ওভারের ক্রিকেটে গিলই ভারতের সবথেকে ইনফর্ম ব্যাটার। বিশ্বের এক নম্বর ওয়ান ডে ব্যাটারও (আইসিসি ব়্যাঙ্কিংয়ের নিরিখে) গিল। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহেই ভারতীয় দলের জন্য চিন্তার বিষয়। তবে সেইসব চিন্তাভাবনার অবসান ঘটল।
বৃহস্পতিবার, ভারতীয় দলের অপশনাল অনুশীলন ছিল। পাকিস্তানের বিরুদ্ধ জয়ের পর বুধবার গোটা ভারতীয় দলই প্রথমবার অনুশীলনের জন্য মাঠে নেমেছিল। যেহেতু এখনও কিউয়িদের বিরুদ্ধে ম্যাচে খানিকটা সময় বাকি রয়েছে। তাই বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার অনুশীলন সেশন অপশনালই রাখা হয়েছিল। কিন্তু বুধবার অনুশীলন না করলেও এদিন গিল অনুশীলনে আসেন এবং দীর্ঘক্ষণ অনুশীলনও সারেন। ফলে তাঁর ফিটনেস নিয়ে আর উদ্বেগের কারণ রইল না।
প্রসঙ্গত, কিউয়িদের ম্যাচের আগে ভারতীয় শিবিরে দলের বোলিং কোচ মর্নি মর্কেলও পুনরায় যোগ দিয়েছেন। মর্কেলের পিতৃবিয়োগের ফলে তিনি ভারতীয় শিবির ছেড়ে দেশে পাড়ি দিয়েছিলেন। তাঁর ফেরার দিনক্ষণ সম্পর্কেও কারুর ধারণা ছিল না। তবে তিনি সেমিফাইনালের আগে টিম ইন্ডিয়ার শিবিরে যোগ দিয়ে অনুশীলনেও নেমে পড়লেন।
বুধবার সন্ধেবেলায় ভারতীয় অনুশীলনে শুভমনের ওপেনিং পার্টনার রোহিত শর্মা উপস্থিত থাকলেও, অবশ্য তাঁকে নিয়েও উদ্বেগ রয়েছে বৈকি। ভারত অধিনায়ককে নৈশালোকের প্র্যাক্টিসে সেভাবে কিছুই করতে দেখা যায়নি। কার্যত বিশ্রামেই কাটিয়েছেন। প্র্যাক্টিসে খুব একটা সক্রিয় ছিলেন না। তারপর থেকেই তাঁর চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। বুধবার সন্ধ্যায় প্রায় তিন ঘণ্টা প্র্যাক্টিস করে ভারতীয় দল। গোটা প্র্যাক্টিস সেশনেই রোহিতকে কার্যত দর্শকের ভূমিকায় দেখা যায়।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় তিনি হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন। ফিল্ডিং করার সময় বারবার তাঁকে পায়ে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। পরে যদিও তিনি ব্যাটিং করেন। তবে এই ঘটনায় রোহিতকে নিয়েও কিন্তু উদ্বেগের সৃষ্টি হয়েছে।




















