Champions Trophy 2025: পিছু হটল BCCI! চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রীদের সঙ্গে রোহিত, কোহলিদের থাকার অনুমতি দিল বোর্ড?
BCCI: বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারত মুখ থুবড়ে পড়ার পর বোর্ড দশ দফা নিয়মাবলী লাগু করেছে। সেই অনুযায়ী চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ছোট টুর্নামেন্টে খেলোয়াড়দের পরিবারদের তাঁদের সঙ্গে থাকার অনুমতি ছিল না।

দুবাই: বর্ডার-গাওস্কর ট্রফিতে হতশ্রী পারফরম্যান্সের পরে ভারতীয় বোর্ডের (BCCI) সঙ্গে অধিনায়ক রোহিত শর্মা, কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকরের একটি দীর্ঘ বৈঠক হয়। সেই বৈঠকের পরেই টিম ইন্ডিয়ার তারকাদের জন্য দশ দফা নিয়মাবলী প্রকাশ করা হয়েছিল বলে খবর। এইগুলির মধ্যে অন্যতম হল বিদেশ সফরে তারকাদের স্ত্রী ও পরিবারের খেলোয়াড়দের সঙ্গে থাকার ওপর বিধিনিষেধ। সেই কারণেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) অনুষ্কা শর্মা, রীতিকা সাজদেদের রোহিতদের সঙ্গে সফর করার নিয়ে সন্দেহ ছিল। তবে রিপোর্ট অনুযায়ী ভারতীয় বোর্ড খেলোয়াড়দের স্ত্রী ও পরিবারকে তাঁদের সঙ্গে থাকার জন্য অনুমতি দিয়েছে।
দশ দফা নিয়মনীতির জেরে না না বিধিনিষেধ আরোপিত হওয়ায় স্ত্রীদের ভারতীয় দলের সঙ্গে সফর করা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। তবে খেলোয়াড়দের স্বস্তি দিয়ে সেই ঝামেলা মিটতে চলেছে। অবশ্য তারকাদের পরিবারকে তাঁদের সঙ্গে থাকা, সফর করার অনুমতি দেওয়া হলেও, তা দেওয়া হয়েছে একটিমাত্র শর্তে। মাত্র একটি ম্যাচের জন্যই পরিবার, পরিজনদের সঙ্গে পাবেন রোহিতরা। রিপোর্ট অনুযায়ী বোর্ডের তরফে নাকি তারকাদের জানানো হয়েছে যে তাঁরা এই বিষয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারপর বোর্ডকে নিজেদের সিদ্ধান্ত জানাতে পারেন। বোর্ড সব দেখেশুনে অনুমতি দেবে এবং প্রয়োজনীয় বন্দোবস্তও করবে।
বিসিসিআই যে নিয়মাবলী দিয়েছিল সেই অনুযায়ী ৪৫ দিনের মতো লম্বা সফরে ভারতীয় দলের পরিবাররা দুই সপ্তাহের জন্যই তাঁদের সঙ্গে থাকতে পারবেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ছোট টুর্নামেন্টে সেই অনুমতি ছিল না। এবার সেই জট কাটছে। তবে নিজেদের ব্য়ক্তিগত স্টাফদের সঙ্গে রাখার বিষয়ে কিন্তু নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। এর ফলেই বিরাট কোহলি নিজের ব্যক্তিগত শেফ নিয়ে সফর করতে পারেননি। তবে বোর্ডের বজ্র আঁটুনি সত্ত্বেও ফস্কা গেরো খুঁজে বার করলেন কোহলি। মরুদেশে আনিয়ে নিলেন পছন্দের খাবার।
দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে আপাতত প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। আর সেখানেই নিজের জন্য পছন্দের খাবার অর্ডার দিয়ে আনিয়ে নিয়েছেন কোহলি। এমনিতে তিনি বিদেশ সফরে গেলেও নিজস্ব রাঁধুনি নিয়ে যান। কারণ, বিশেষ ধরনের রান্না করা খাবারই খান কোহলি। তেল-মশলাহীন সিদ্ধ খাবার। যা তাঁর ফিটনেস ধরে রাখার রসায়ন। তার ওপর কোহলি ভিগান। নিজের ব্যক্তিগত শেফের অনুপস্থিতিতে যাতে সমস্যা না হয়, তাই বিকল্প পথও খুঁজে বের করে ফেলেছেন তিনি।
তিনি বিশেষভাবে রান্না করা পদ অর্ডার দিয়ে আনিয়ে নিচ্ছেন দুবাইয়ে। সূত্রের খবর, দুবাইয়ে মাঠে পা রাখা মাত্র রবিবার কোহলির হাতে চলে আসে একটি খাবারের প্যাকেট। যেটা পাঠিয়েছিলেন স্থানীয় টিম ম্যানেজার। দুবাইতে নেমেই তাঁর সঙ্গে বিরাটের কথা হয়েছিল। কোহলি নিজের পছন্দসই খাবারের নাম, তালিকা ও তৈরির পদ্ধতি বুঝিয়ে দিয়েছিলেন স্থানীয় ওই ক্রিকেট কর্তাকে। এই নিয়েই বিতর্কও সৃষ্টি হয়েছে। এ নিয়ে বোর্ড কোনও সিদ্ধান্ত নেন কিনা, সেটাও দেখার বিষয় হতে চলেছে।
আরও পড়ুন: শ্রেয়সের খেলা নিয়ে বিবাদ, পন্থকে নিয়েও ঝামেলা! চ্যাম্পিয়ন্স ট্রফিপূর্বে ফের উত্তপ্ত ভারতীয় সাজঘর?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
