Virat Kohli Record: ফাইনালে ৫ রান করলেই সৌরভের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়বেন কোহলি
Champions Trophy 2025: রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ। ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড (India vs New Zealand) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে।

দুবাই: রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) মহারণ। ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড (India vs New Zealand) একে অপরের বিরুদ্ধে খেলতে নামছে। ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের দিকে তাকিয়ে রয়েছে গোটা ক্রিকেট বিশ্ব। জিতলেই অস্ট্রেলিয়ার রেকর্ড ভেঙে দেবে ভারত। রোহিত শর্মারা জিতলে যে শুধু তৃতীয়বার চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলবে তাই নয়, ২৫ বছরের অভিশাপ থেকেও মুক্তি মিলবে। সেই সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যের নিরিখে অস্ট্রেলিয়াকে ছাপিয়ে যাবে ভারত। দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। তৃতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের হাতছানি ভারতের সামনে।
ওয়ান ডে ফর্ম্যাটে টিম ইন্ডিয়া শেষবার কোনও আইসিসি খেতাব জিতেছিল ২০১৩ সালে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তারপর কেটে গিয়েছে ১২ বছর। ফের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের লক্ষ্যে মাঠে নামবেন বিরাট। আর এই ম্যাচে একটি কীর্তিও গড়তে পারেন কোহলি।
ওয়ান ডে ক্রিকেটে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে বিরাট কোহলি মোট ৪ বার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছেন। চার ফাইনালে কোহলি মোট ১৩৭ রান করেছেন। ব্যাটিং গড় ৩৪.২৫। একটি হাফসেঞ্চুরি করেছেন কিংগ কোহলি। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সর্বাধিক রানের মালিক হওয়ার হাতছানি রয়েছে কোহলির সামনে। আর ৫ রান করতে পারলেই কোহলি ভেঙে দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড।
আইসিসি ওয়ান ডে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভারতীয়দের মধ্যে সর্বাধিক রানের মালিক সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি গোটা কেরিয়ারে মোট ৪ বার আইসিসি ওয়ান ডে ইভেন্টের ফাইনাল খেলেছেন। ব্যাট হাতে দুই ইনিংসে তিনি ১৪১ রান করেছেন। ব্যাটিং গড় ৭০.৫। এছাড়া তাঁর সাফল্যের ঝুলিতে রয়েছে একটি সেঞ্চুরি।
বিশ্ব ক্রিকেটের নিরিখে এই তালিকায় সবার উপরে নাম রয়েছে অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটকিপার-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্টের। তিনিও ওয়ান ডে ক্রিকেটে মোট ৪ বার আইসিসি টুর্নামেন্টের ফাইনাল খেলেছেন। ৬৫.৫ ব্যাটিং গড়ে মোট ২৬২ রান করেছেন গিলক্রিস্ট। সেরা পাঁচের তালিকায় ঢুকতে গেলে কিংগ কোহলিকে আরও ৪০ রান করতে হবে। আর একটা সেঞ্চুরি করতে পারলেই তিনি সেরা তিনে উঠে আসবেন। কোহলি নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে ১২৬ রান করতে পারলেই গিলক্রিস্টের রেকর্ড ভেঙে দেবেন।




















