Champions Trophy: স্ত্রীদের দলের সঙ্গে থাকায় নিষেধাজ্ঞা! চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই কড়াকড়ি ভারতীয় বোর্ডের
Indian Cricket Team: বর্ডার-গাওস্কর ট্রফিতে বিপর্যয়ের পরই কড়া অবস্থান নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জাতীয় দলের তারকাদের সাফ বলে দেওয়া হয়েছিল যে, ভারতের ম্যাচ না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।

মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে বিপর্যয়ের পরই কড়া অবস্থান নিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। জাতীয় দলের তারকাদের সাফ বলে দেওয়া হয়েছিল যে, ভারতের ম্যাচ না থাকলে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। সেই সঙ্গে ঠিক করা হয়েছিল, ক্রিকেটারেরা আর বিদেশ সফরে স্ত্রীদের সঙ্গে নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করতে পারবেন না।
তারপরই ঠিক হয় যে, ৪৫ দিনের বিদেশ সফরে সর্বোচ্চ ২ সপ্তাহ স্ত্রীরা ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবেন। এবার সেই কড়া নিয়ম চালু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। শোনা যাচ্ছে, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে পরিবার থাকায় নিষেধাজ্ঞা চালু করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন এই নিয়ম চালু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই।
চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ১৫ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা ভারতীয় দলের। ২০ ফেব্রুয়ারি ভারতের প্রথম ম্যাচ বাংলাদেশের সঙ্গে। তারপরই মহারণ। পাকিস্তানের সঙ্গে ভারতের পরবর্তী ম্যাচ ২৩ ফেব্রুয়ারি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ৯ মার্চ। সব মিলিয়ে সফর খুব বেশিদিনের নয়। মাত্র তিন সপ্তাহের। ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের সঙ্গে পরিবারের যাওয়ায় সম্মতি দিচ্ছে না বলেই খবর। ৪৫ বা তার বেশি দিনের সফর হলে দু'সপ্তাহের জন্য পরিবার ক্রিকেটারদের সঙ্গে থাকতে পারবে বলেই ঠিক করেছে বোর্ড। সেক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রীতিকাকে ছাড়াই যেতে হবে রোহিত শর্মাকে। বিরাট কোহলিও নিয়ে যেতে পারবেন না অনুষ্কা শর্মাকে। কিংবা কে এল রাহুলও নিয়ে যেতে পারবেন না স্ত্রী আথিয়া শেট্টিকে।
আরও পড়ুন: আইপিএলের আগে চমক রাজস্থান রয়্যালসের, বাংলার প্রাক্তন কোচের হাতে স্পিনারদের দায়িত্ব
নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে এক বোর্ড কর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, 'যদি কিছু পরিবর্তন হয়, তাহলে অন্য ব্যাপার। কিন্তু এখনও পর্যন্ত যা ঠিক আছে তাতে ক্রিকেটারদের সঙ্গে যেতে পারবে না তাঁদের পরিবার। একজন সিনিয়র ক্রিকেটার এ ব্যাপারে বোর্ডের কাছে খোঁজ নিয়েছিলেন। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে যে, বোর্ডের নিয়মই মেনে চলতে হবে।' সেই বোর্ড কর্তা আরও বলেছেন, 'যেহেতু সফরের মেয়াদ এক মাসেরও কম সময় সেই কারণে পরিবার নিয়ে যাওয়া সম্ভব নয়।'
হাইব্রিড মডেল মেনে আয়োজিত হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত শর্মাদের ম্যাচ হবে দুবাইয়ে। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে।
আরও পড়ুন: উদাহরণ তৈরি করলেন গম্ভীর, চোখ, কিডনি-সহ আর কোন অঙ্গদানের অঙ্গীকার?




















