Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়ত রোহিতই নেতৃত্বে, কেমন হতে পারে ভারতের সম্ভাব্য দল?
Indian Cricket Team: সিডনি টেস্টের পরই নাকি নির্বাচকদের একটা ছোটখাটো বৈঠক হয়েছে। সেখানেই এই বিষয়ে অন্তত পরিষ্কার হয়ে গিয়েছে যে কার ওপর দায়িত্ব বর্তানো হবে।
মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের টালমাটাল পরিস্থিতি চলছে বর্ডার গাওস্কর ট্রফির পর। রোহিত শর্মাকে কি আদৌ পরবর্তী মেগা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভাবা হবে? এমন প্রশ্ন উঠছে। কিন্তু আপাতত সূত্রের খবর, ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মার ওপরই নেতৃত্বভার বর্তাতে চাইছে বিসিসিআই। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে সাফল্য পাননি। ব্যাট হাতেও চূড়ান্ত ব্যর্থ। তবে সাদা বলের ফর্ম্যাটে রোহিতের থেকে নেতৃত্বভার এখনই কেড়ে নিতে চাইছে না বিসিসিআই।
সিডনি টেস্টের পরই নাকি নির্বাচকদের একটা ছোটখাটো বৈঠক হয়েছে। সেখানেই এই বিষয়ে অন্তত পরিষ্কার হয়ে গিয়েছে নির্বাচকমণ্ডলী যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত শর্মাকেই অধিনায়ক হিসেবে রাখা হচ্ছে। এমনকী রোহিতের পাশাপাশি ঋষভ পন্থও তাঁর জায়গা পাকা করে নিয়েছেন। আজ ৬ জানুয়ারি (সোমবার) মোটামুটি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় স্কোয়াড কেমন হবে, তার রূপরেখা তৈরি করে ফেলবে। সেখানে শুধু আলোচনার জায়গা তৈরি হয়েছে জসপ্রীত বুমরাকে নিয়ে। সিডনি টেস্টে পিঠের যন্ত্রণায় মাঠ ছেড়েছিলেন। পরে স্ক্যানও করানো হয়েছিল। যার ফলে আদৌ চোট সারিয়ে ফেব্রুয়ারির আগে মাঠে নামতে পারবেন কি না, তা নিয়েই সংশয় দেখা গিয়েছে। সেক্ষেত্রে অর্শদীপ সিংহকে নিয়ে আলোচনা হচ্ছে। বুমরা যদি একান্তই না ফিট হন। তবে হয়ত অর্শদীপকে স্কোয়াডে ঢুকিয়ে নেওয়া হতে পারে।
সাদা বলের ফর্ম্য়াটে গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। রোহিত শর্মার নেতৃত্বে শেষবার সীমিত ওভারের ফর্ম্য়াটে জয় এসেছিল ভারতের। এরপর টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত ও বিরাট দুজনেই। শ্রীলঙ্কার বিরুদ্ধে ওযান ডে সিরিজে ছিলেন তাঁরা। কিন্তু সেই সিরিজে হারতে হয়েছিল ভারতকে। এরপর টেস্ট ফর্ম্য়াটে বাংলাদেশ সিরিজ বাদ দিলে, পরপর ফ্লপ দুটো সিরিজে।
আপাতত ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। বাটলারদের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ ম্য়াচের টি-টোয়েন্টি সিরিজ। আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্য়ান্সের পর টি-টোয়েন্টি সিরিজে কামব্যাকের জন্য মরিয়া থাকবে ভারতীয় দল।
এই টি-টোয়েন্টি সিরিজ কোথাও একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ড্রেস রিহার্সাল হতে চলেছে ভারতীয় দলের কাছে। ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা হতে চলেছে দ্রুত। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করা অনেক প্লেয়ারই ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্য়াটের স্কোয়াডে সুযোগ পেতে পারেন।