India Playing XI: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের একাদশ ফাঁস হয়ে গেল? দল দেখে কী পূর্বাভাস বিশেষজ্ঞদের?
Indian Squad: অপেক্ষার অবসান। প্রত্যাশা মতোই শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দল ঘোষণা করে দিল ভারত। ১৫ সদস্যের দল বেছে নিলেন নির্বাচকেরা।

মুম্বই: অপেক্ষার অবসান। প্রত্যাশা মতোই শনিবার চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) দল ঘোষণা করে দিল ভারত। ১৫ সদস্যের দল বেছে নিলেন নির্বাচকেরা। পাশাপাশি বেছে নেওয়া হল ভারত বনাম ইংল্যান্ড ওয়ান ডে সিরিজের দলও।
চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার সঙ্গে সঙ্গেই কি একাদশ কেমন হতে পারে, সেই ইঙ্গিতও দিয়ে ফেলল ভারতের টিম ম্যানেজমেন্ট? প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞদের অন্তত সেরকমই মনে হচ্ছে।
ভারতের ১৫ সদস্যের দলে সাতজন ব্যাটার, চারজন অলরাউন্ডার, তিন পেসার ও একজন বিশেষজ্ঞ স্পিনার রাখা হয়েছে। চারজন অলরাউন্ডারের মধ্যে একজন - হার্দিক পাণ্ড্য পেসার অলরাউন্ডার। বাকি তিনজন - রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল ও ওয়াশিংটন সুন্দর স্পিনার অলরাউন্ডার।
ভারতের দল দেখে অনেকেই ব্যাটিং অর্ডার সাজিয়ে ফেলেছেন। অধিনায়ক রোহিত শর্মা ইনিংস ওপেন করবেনই। তাঁর সঙ্গী কে? সম্ভবত শুভমন গিল। যিনি সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন। তিন থেকে পাঁচে খেলবেন বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল। সমূহ সম্ভাবনা রয়েছে কে এল রাহুলকে দিয়েই উইকেটকিপিং করানোর। সেক্ষেত্রে বাড়তি একজন অলরাউন্ডার বা ব্যাটার খেলানোর সুযোগ থাকবে। একান্তই রাহুল ওয়ান ডে ক্রিকেটে ৫০ ওভার উইকেটকিপিং করার ধকল নিতে না চাইলে ঋষভ পন্থকে খেলানো হবে উইকেটকিপার হিসাবে। সেক্ষেত্রে ৬ নম্বরে নামবেন পন্থ। আর রাহুল উইকেটকিপিং করলে ছয়ে সুযোগ পেতে পারেন যশস্বী জয়সওয়াল।
সাতে পেসার অলরাউন্ডার হার্দিকের খেলা নিশ্চিত। আট নম্বরে খেলবেন তিন স্পিনার অলরাউন্ডারের মধ্যে যে কোনও একজন। অর্থাই, জাডেজা, ওয়াশিংটন ও অক্ষরের মধ্যে একজনকে খেলানো হবে একাদশে। প্রত্যেকেরই ব্যাটের হাত ভাল। বল হাতে কার্যকরী। তবে মূলত রান আটকে প্রতিপক্ষের ওপর চাপ বাড়ানোর বোলিং করেন। উইকেট তোলার জন্য নয়। তাই তিনজনের মধ্যে একজনকেই রাখা হতে পারে একাদশে। ৯ নম্বরে খেলবেন কুলদীপ যাদব। চায়নাম্যান স্পিনারের উইকেট তোলার দক্ষতা সর্বজনবিদিত। চোট সারিয়ে দলে ফিরেছেন। ফিট থাকলে ১০ ও ১১ নম্বরে যশপ্রীত বুমরা ও মহম্মদ শামি খেলবেন। তবে দুজনের কোনও একজনকে পাওয়া না গেলে খেলানো হবে অর্শদীপ সিংহকে। যিনি টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির নির্বাচিত দল
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ড্য, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটকিপার) ও রবীন্দ্র জাডেজা।
আরও পড়ুন: কলকাতায় পৌঁছে গেলেন ইংরেজ তারকা, ইডেনে যুদ্ধের আঁচ বাড়িয়ে কখন আসছেন গম্ভীর-সূর্য-হার্দিকরা?

