Chetan Sharma: 'সৌরভের সঙ্গে ইগোর লড়াইয়ে নেতৃত্ব গিয়েছিল বিরাটের', গোপন ক্যামেরায় কী ফাঁস করলেন চেতন শর্মা?
Indian Cricket: ২০২২ সালের নভেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড চেতনকে তাঁর পদ থেকে বরখাস্ত করে। কিন্তু এই বছর তাঁকেই আবার বোর্ডের প্রধান নির্বাচক পদে নির্বাচিত করে বিসিসিআই।
মুম্বই: ভারতীয় ক্রিকেটের অন্যতম বিতর্কিত অধ্যায় ছিল সৌরভ-বিরাট দ্বন্দ্ব। তবে এই মুহূর্তে বিরাট যেমন আর ভারতীয় দলের অধিনায়ক নন, তেমনই সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly) আর বিসিসিআই সভাপতি নন। আজ প্রায় বছর খানেক পরে ফের একবার সেই বিতর্ক উসকে দিলেন চেতন শর্মা। গোপন ক্যামেরায় বিস্ফোরক মন্তব্য বাের্ডের প্রধান নির্বাচকের। একটি স্টিং অপারেশনে চেতন শর্মাকে বলতে শোনা গিয়েছে, ''বিরাট এবং সৌরভের মধ্যে ইগোর লড়াই ছিল। সেই কারণেই বিরাটের নেতৃত্ব চলে গিয়েছিল।''
তিনি আরও বলেন, ''সৌরভ এবং বিরাটের মধ্যে একটা ইগোর লড়াই ছিল। সৌরভ বিসিসিআই সভাপতি থাকার সময় বিরাট দলের অধিনায়ক ছিলেন। কে বড় তা নিয়ে একটা লড়াই ছিল।'' উল্লেখ্য, বিরাট কোহলি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই জানিয়ে দিয়েছিলেন যে এই টুর্নামেন্টটি হতে চলেছে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে তার শেষ অধ্যায়। কিন্তু তিনি একবারও বলেননি যে তিনি ওডিআই অধিনায়কত্ব ছাড়তে চান। কিন্তু ওই বিশ্বকাপে ভারতের হতশ্রী পারফরম্যান্সের পর বিরাট কোহলিকে ওডিআই অধিনায়ক হিসাবেও আর দেখতে চাননি নির্বাচকরা। তবে দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে বিরাট সৌরভের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে প্রাক্তন বোর্ড সভাপতিই না কি তাঁকে অধিনায়কের পদ থেকে ইস্তফা দিতে বলেছিলেন। যদিও সেই মন্তব্য মিথ্যে বলে জানিয়েছেন চেতন শর্মা। এমনকী চেতন শর্মা এমনও জানিয়েছেন যে বিরাটের বদলে রোহিতকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে কোনও ভাবনাচিন্তাই ছিল না সৌরভের আগে থেকে।
২০২০ সালের ডিসেম্বর থেকে এই দায়িত্বে রয়েছেন তিনি। ২০২২ সালের নভেম্বরে ভারতীয় ক্রিকেট বোর্ড চেতনকে তাঁর পদ থেকে বরখাস্ত করে। কিন্তু এই বছর তাঁকেই আবার বোর্ডের প্রধান নির্বাচক পদে নির্বাচিত করে বিসিসিআই। উল্লেখ্য, বিরাট-রোহিত কোনও দ্বন্দ্ব যে বাস্তবে নেই, তাও জানিয়েছেন চেতন শর্মা। এগুলো পুরোটাই মিডিয়ার মনগড়া গল্প বলে জানিয়েছেন নির্বাচক মণ্ডলীর প্রধান। চেতন বলেন, ''দেখুন পুরো ব্যাপারটা মিডিয়ার তৈরি করা। আমি যতদূর জানি বিরাট ও রোহিতের মধ্যে ইগোর লড়াই থাকলেও, দুই কেউ কাউকে পছন্দ করেন না, এটা সঠিক নয়। বরং বিরাট ও রোহিত একে অপরকে সম্মান করে।''
চেতন শর্মার এই আচমকা ফাঁস করে দেওয়া চাঞ্চল্যকর মন্তব্য ঘিরে ভারতীয় ক্রিকেটে ফের শোরগোল ফেলে কি না, তা দেখার এখন।