Vaibhav Suryavanshi: ভারতীয় দলে বৈভব নেই কেন? বিসিসিআইয়ের ওপর ক্ষুব্ধ প্রকাশ শশী তারুর
Shashi Tharoor On Vaibhav Suryavanshi: তারুর নিজের পোস্টে ট্যাগ করেছেন বিসিসিআইয়ের নির্বাচক প্রধান অজিত আগরকর, ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীরকেও।

মুম্বই: না রোহিত শর্মা, না বিরাট কোহলি। গুগলে সবচেয়ে বেশি সার্চ করা ক্রিকেটারের নাম বৈভব সূর্যবংশী। গোটা বছর জুড়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছে কিশোর বৈভব। সমর্থকরা থেকে শুরু করে প্রাক্তন অনেক ক্রিকেটারই কিন্তু বিহারের এই বিস্ময় বালককে ভারতীয় দলে দেখতে চাইছেন। সেই তালিকায় রয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর।
চলতি বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে খেলতে নেমে অরুণালচলপ্রদেশের বিরুদ্ধে ৮৪ বলে ১৯০ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ১৬টি বাউন্ডারি ও ১৫টি ছক্কায়। নিজের সোশ্য়াল মিডিয়ায় এবার বৈভবের হয়ে আওয়াজ তুলেছেন কংগ্রেসের সাংসদ। নিজের সোশ্যাল মিডিয়ায় শশী তারুর লিখেছেন, ''শেষবার ১৪ বছর বয়সি কোনও ক্রিকেটার বিশ্ব ক্রিকেটে দাপট দেখিয়েছিল, তা হল সচিন তেন্ডুলকর। এরপর কী হয়েছিল গোটা বিশ্ব জানেন, আমরা সবাই জানি। তাহলে বৈভব সূর্যবংশীর জন্য আমরা অপেক্ষা করছি কেন?''
The last time a fourteen year old showed such prodigious cricketing talent, it was Sachin Tendulkar — and we all know what became of him. What are waiting for? VaibhavSuryavanshi for India!@imAagarkar @GautamGambhir @bcci @sachin_rt https://t.co/BK9iKqBGV2
— Shashi Tharoor (@ShashiTharoor) December 24, 2025
তারুর নিজের পোস্টে ট্যাগ করেছেন বিসিসিআইয়ের নির্বাচক প্রধান অজিত আগরকর, ভারতীয় ক্রিকেট দলের হেডকোচ গৌতম গম্ভীরকেও। টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকমণ্ডলীর দিকেই আঙুল তুলেছেন কংগ্রেস সাংসদ। উল্লেখ্য, সচিন তেন্ডুলকর তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন ১৬ বছর ২০৫ দিন বয়সে। ১৪ বছর বয়সে মুম্বইয়ের জার্সিতে শতরানও হাঁকিয়েছিলেন। তার জন্যই বৈভবের তুলনা টানা হচ্ছে।
বিজয় হাজার ট্রফি ২০২৫-২৬ এর প্রথম ম্যাচেই বিহারের হয়ে ওপেনিং ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশী অরুণাচল প্রদেশের বোলারদের উপর তাণ্ডব চালিয়েছে। বৈভব মাত্র ৩৬ বলে সেঞ্চুরি করে, যার মধ্যে ১০টি চার এবং ৮টি ছক্কা ছিল। এরপর, সূর্যবংশী মাত্র ৮৪ বলে দুরন্ত ১৯০ রানের ইনিংস খেলে, যেখানে সে ১৬টি চার এবং ১৫টি ছক্কা মারে। এটি বিজয় হাজার ট্রফিতে বৈভব সূর্যবংশীর প্রথম সেঞ্চুরি।
বৈভব সূর্যবংশী গত বছরই মাত্র ১৩ বছর বয়সে বিজয় হাজার ট্রফিতে অভিষেক ঘটিয়েছিল। বৈভব এই টুর্নামেন্ট খেলা সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হয়েছিল। গত মরশুমে সর্বকনিষ্ঠ হিসাবে ইতিহাস গড়া বৈভব এবার ব্যাট হাতে বিজয় হাজারে ট্রফিতে ইতিহাস সৃষ্টি করেছে। সূর্যবংশী এখন বিজয় হাজার ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ব্যাটসম্যান। এটি একটি বিশ্বরেকর্ডও। লিস্ট এ ক্রিকেটে এত কম বয়সে সেঞ্চুরি করেনি কেউই। বাবর আজম, অম্বাতি রায়ডু, জাহুর ইলাহির রেকর্ড ভেঙে দিল বৈভব। ১৪ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি করে।




















