Cooch Behar Trophy: বোর্ডের টুর্নামেন্টে ইতিহাস চন্দ্রহাসের, ৩৩২ রানের বিধ্বংসী ইনিংস কোহলি-ভক্তের, জয়ের সামনে বাংলা
Chandrahas Dash: ম্যাচে চালকের আসনে বাংলা। ৬২৮/৭ স্কোরে ইনিংস ডিক্লেয়ার দেয় বাংলা। জবাবে চণ্ডীগড়ের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১২২ রানে। ৫ উইকেট রোহিতের। ফলো অন করে দ্বিতীয় ইনিংসে চণ্ডীগড়ের স্কোর ১৭/০।

কল্যাণী: ভারতীয় ক্রিকেট বোর্ডের অনূর্ধ্ব ১৯ কোচবিহার ট্রফিতে ইতিহাস গড়লেন চন্দ্রহাস দাস। চণ্ডীগড়ের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করলেন। কোচবিহার ট্রফিতে বাংলার ব্যাটারদের মধ্যে ব্যক্তিগত সর্বাধিক রানের ইনিংস খেললেন চন্দ্রহাস।
কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে রবিবারই ডাবল সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন। সোমবার ইতিহাসের পাতায় নাম লেখালেন চন্দ্রহাস। থামলেন ৩১৯ বলে ৩৩২ রানের দুরন্ত ইনিংস খেলে। মেরেছেন ৫৩টি চার ও ১০টি ছয়।
বোর্ডের টুর্নামেন্টে সেঞ্চুরি করেই চলেছেন চন্দ্রহাস। অসমের বিরুদ্ধে প্রথম ম্যাচে তিন নম্বরে নেমে ১৭২ বলে ১২৪ রান করেছিলেন নিউ টাউনের বাসিন্দা চন্দ্রহাস। সেই ইনিংসে ছিল ১৭টি চার ও তিনটি ছয়। এবার চণ্ডীগড়ের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি।
কোচবিহার ট্রফিতে ইতিহাস গড়ার পর চন্দ্রহাস বলেছেন, "সুযোগ কাজে লাগাতে পেরে খুব ভাল লাগছে। দলের প্রয়োজনে কাজে লাগতে পেরেছি। আলাদা কোনও লক্ষ্য নিয়ে নামিনি। ঠিক করেছিলাম, বল অনুযায়ী খেলব। লুজ বল পেলেই শট খেলেছি। সেভাবেই ত্রিশতরান করেছি।"
মাত্র আট বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি চন্দ্রহাসের। বিরাট কোহলির ভক্ত। বাবা সৌমেন্দ্র প্রসাদ দাসের হাত ধরে ভর্তি হন টোয়েন্টি টু ইয়ার্ডস স্পোর্টস স্কুলে। মাত্বর ৯ বছর বয়সেই সিএবি পরিচালিত টুর্নামেন্টে খেলার সুযোগ মেলে। অনূর্ধ্ব ১৩ বিভাগে অধিনায়কত্ব করার পাশাপাশি চ্যাম্পিয়ন হওয়ারও স্বাদ পেয়েছেন। স্থানীয় ক্রিকেটে দু'বছর দ্বিতীয় ডিভিশনে ইন্টারন্যাশানল ক্লাবের হয়ে খেলার পর প্রথম ডিভিশনে খেলেছেন বালিগঞ্জ ইউনাইটেডের হয়ে। এখন খেলছেন বড়িশা স্পোর্টিংয়ে। বিরাট কোহলির ভক্ত চন্দ্রহাস স্বপ্ন দেখেন ভারতীয় দলে খেলার।
চন্দ্রহাসের ব্যাটিং দেখে খুশি বাংলার অনূর্ধ্ব ১৯ দলের হেড কোচ সৌরাশিস লাহিড়ী। তিনি বলেছেন, "আমি ২ বছর ধরে চন্দ্রহাসকে দেখছি। অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। খুব পরিশ্রমী, ফিট। কঠোর পরিশ্রমেরই সুফল পাচ্ছে। অনূর্ধ্ব ১৯ ব্যাটার ত্রিশতরান হাঁকাচ্ছে এটা সচরাচর দেখা যায় না। সামনে আরও ম্যাচ আছে। আরও রান করবে। চন্দ্রহাসের জন্য দারুণ কেরিয়ার অপেক্ষা করছে। সর্বোচ্চ পর্যায়ে খেলার যোগ্যতা আছে ওর। বাংলার হয়েও দীর্ঘদিন খেলতে পারবে।"
কোন মন্ত্রে সফল চন্দ্রহাস? সৌরাশিস বলছেন, "ও টেকনিক্যাল কিছু পরিবর্তন এনেছে ব্যাটিংয়ে। মানসিকভাবে অনেক বেশি চাপমুক্ত থাকছে। উপভোগ করছে ব্যাটিং। ফুটওয়ার্ক ভাল হয়েছে। শট খেলতেও দ্বিধায় থাকছে না।"
ম্যাচে চালকের আসনে বাংলা। ৬২৮/৭ স্কোরে ইনিংস ডিক্লেয়ার দেয় বাংলা। জবাবে চণ্ডীগড়ের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১২২ রানে। ৫ উইকেট রোহিতের। ফলো অন করে দ্বিতীয় ইনিংসে চণ্ডীগড়ের স্কোর ১৭/০। ৪৮৯ রানে পিছিয়ে রয়েছে এখনও।




















