CAB: সিএবির বর্ষসেরা ক্রিকেটার সুদীপ, তনুশ্রী, সেরা পেসার সায়ন ঘোষ
CAB Annual Award List: মহিলা ক্রিকেটে সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বাধিক রান করেছেন তনুশ্রী সরকার। মহিলা ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্য়াটে বাংলার হয়ে সর্বাধিক রান করেছেন ধারা গুজ্জর।

কলকাতা: সিএবির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হলেন সুদীপ ঘরামি। বর্ষসেরা মহিলা ক্রিকেটার হলেন তনুশ্রী সরকার। সিএবির বার্ষিক পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হতে চলেছে। ২০২৪-২০২৫ মরশুমের জন্য নাম ঘোষণা করা হল। বছরের জেন্টালম্য়ান ক্রিকেটার অফ দ্য ইয়ার পুরস্কার পেতে চলেছেন শাহবাজ আহমেদ। বছরের সেরা পেস বোলার সায়ন ঘোষ। রঞ্জিতে গত মরশুমে বাংলার সর্বাধিক রান সংগ্রাহক সংগ্রাহক ছিলেন সুদীপ চট্টোপাধ্য়ায়। বল হাতে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন সূরজ সিন্ধু জয়সওয়াল।
মহিলা ক্রিকেটে সিনিয়র উইমেন্স টি-টোয়েন্টি টুর্নামেন্টে সর্বাধিক রান করেছেন তনুশ্রী সরকার। মহিলা ক্রিকেটে ওয়ান ডে ফর্ম্য়াটে বাংলার হয়ে সর্বাধিক রান করেছেন ধারা গুজ্জর। মহিলাদের ক্রিকেটে টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে সর্বাধিক উইকেটের মালিক সাইকা ঈশাক। এছাড়া অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৯ ও অনূর্ধ্ব ১৬ বিভাগেও বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করতে চলেছে সিএবি। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা আম্পায়ারদেরও পুরস্কার দেওয়া হবে।
সিএবির আয়োজিত এক টুর্নামেন্টে অংশ নেয় দিল্লি, উত্তর প্রদেশ, ঝাড়খণ্ড এমনকী, পড়শি দেশ বাংলাদেশের ক্রিকেট দলও। সিএবি ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে চিঠি পাঠালেন সিএবি-রই সাব কমিটির এক সদস্য়। যদিও অভিযোগকে আমল দিচ্ছেন না অভিযুক্ত সদস্য। পাল্টা বলছেন, পরিকল্পিতভাবে কালি ছেটানোর চেষ্টা চলছে। সব মিলিয়ে ফের বিতর্ক বাংলার ক্রিকেটে।
৩১ জুলাই সিএবি-র জেলা কোচিং সাব কমিটির সদস্য অরূপ কুমার দত্ত সিএবি-র অ্যাপেক্স কাউন্সিলের কাছে একটি চিঠি জমা করেছেন। সেখানে অভিযোগ করা হয়েছে, অ্যাপেক্স কাউন্সিলের প্রাক্তনী ও বর্তমানে সিএবি-র সদস্য গৌতম গোস্বামীর পৃষ্ঠপোষকতায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। টি-২০ ফর্ম্যাটের সেই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় কলকাতার কিছু দল। পাশাপাশি দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড সহ ভিন রাজ্যের বিভিন্ন দল টুর্নামেন্টে খেলে। অংশগ্রহণ করে বাংলাদেশের দলও। টুর্নামেন্টটি করা হয় সিএবি অনুমোদিত দক্ষিণ দিনাজপুর ক্রিকেট সংস্থার পরিকাঠামো ব্যবহার করে। চিঠিতে লেখা হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দক্ষিণ দিনাজপুর ক্রিকেট সংস্থাও এর সঙ্গে জড়িত।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছর ৯-১৪ নভেম্বর দিন-রাতের এই টুর্নামেন্টটি আয়োজিত হয়েছিল। এই টুর্নামেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী। বলা হয়েছে, সিএবি অনুমোদিত নয়, এমন একটি টুর্নামেন্টে কীভাবে সিএবি অনুমোদিত ক্লাব অংশ নেয়, সিএবি-র আম্পায়াররা ম্যাচ পরিচালনা করেন! অভিযোগ, সিএবি-র গঠনতন্ত্র অনুযায়ী এরকম টুর্নামেন্ট আয়োজনের অনুমতি দেওয়া যায় না। সিএবি-র গঠনতন্ত্রের ৪৯ ও ৫০ নম্বর ধারার কথা তুলে ধরা হয়েছে চিঠিতে।




















