Robin Uthappa: শিখর ধবন, রায়নাদের পর এবার আরও দুই বিশ্বজয়ীকে ইডির তলব, হাজিরার নির্দেশ যুবরাজ, উথাপ্পাকে
Enforcement Directorate: পরের সপ্তাহে সোমবার রবিন উথাপ্পা ও মঙ্গলবার যুবরাজ সিংহকে ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে বলেই খবর।

নয়াদিল্লি: বেটিং অ্যাপ মামলায় একের পর এক তারকাদের ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) দফতরে ডাকা হচ্ছে। ইতিমধ্যেই গতকাল মিমি চক্রবর্তী ইডির প্রধান কার্যালয়ে হাজির হয়েছিলেন। আজ ইডির দফরে হাজিরা অঙ্কুশের হাজরার। খবর অনুযায়ী এবার আগামী সোমবার ভারতের প্রাক্তন বিশ্বজয়ী ক্রিকেটার যুবরাজ সিংহ (Yuvraj Singh), রবিন উথাপ্পাকেও (Robin Uthappa) তলব করা হয়েছে।
বেটিং অ্যাপ মামলায় ইডি দফতরে দফায় দফায় হাজিরার দিচ্ছেন বিভিন্ন মহলের তারকারা। '1xBet' নামক একটি বেটিং অ্যাপের সঙ্গে জড়িত থাকায় মিমিদের ডাকা হয়েছে। এই সংস্থার বিরুদ্ধে একাধিক মামলা চলছে। দিল্লিতে ওই একই মামলা ইডি দফতরে হাজিরা দিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছএন অঙ্কুশও। আজই আবার ঊর্বশী রাউতেলাকেও তলব করা হয়েছে। এবার সেই মামলাতেই প্রাক্তন ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য তথা কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলজয়ী উথাপ্পাকে ডেকে পাঠানো হয়েছে।
২২ সেপ্টেম্বর প্রাক্তন ক্রিকেটারকে হাজিরা দিতে বলা হয়েছে। ঠিক তার পরের দিনই কিংবদন্তি যুবরাজ সিংহকেও এই একই মামলায় নিজের বয়ান রেকর্ড করার জন্য ডেকে পাঠানো হয়েছে। এই একই কাণ্ডে এর আগে সুরেশ রায়নাকে ও শিখর ধবনকে যথাক্রমে ১৩ অগাস্ট ও ৪ সেপ্টেম্বর ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছিল।
প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল মিমি চক্রবর্তীকে প্রায় নয় ঘণ্টা ইডি দফতরে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ অঙ্কুশকে ১১টার সময় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তিনিও মিমির মতোই নির্ধারিত সময়ের খানিকটা আগেই ইডির দফতরে পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর আইনজীবীও। ইডির ধারণা এই অ্যাপের মাধ্যমে আর্থিক নয়ছয় হয়েছে। টাকা বিদেশও গিয়েছে বলে খবর। এই অ্যাপগুলির প্রচার এবং প্রসারে এই তারকাদের ভূমিকা ঠিক কতটা ছিল, তাঁদের সঙ্গে কেমন চুক্তি হয়েছিল, তাঁদের অ্যাকাউন্ট ব্যবহার করে বিদেশে টাকা চালান করা হয়েছিল কি না, এই বিষয়েই মূলত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানতে চাইছে বলে খবর।
অঙ্কুশও সেইমতো তাঁর ব্য়াঙ্ক ডিটেলসসহ সমস্ত নথিপত্র নিয়ে পৌঁছে গিয়েছেন ইডির দফতরে। তবে অঙ্কুশের পাশাপাশি বলিউড অভিনেত্রী ঊর্বশীরও আজ হাজিরা দেওয়ার কথা থাকলেও, তিনি এখনও ইডির দফতরে আসেননি। তিনি আদৌ আজ আসবেন কি না, সেই বিষয়েও নাকি ঊর্বশী বা তাঁর প্রতিনিধিদের তরফে ইডিকে জানানো হয়নি। ইডি প্রাথমিকভাবে অপেক্ষা করবে, তবে ঊর্বশী একান্তই না এলে, তাঁর বিরুদ্ধে যথাযোগ্য ব্য়বস্থা নেওয়া হবে বলেই দাবি করা হচ্ছে।




















