Kaneria On Gambhir: 'পাকিস্তান ক্রিকেটে এই মুহূর্তে গম্ভীরের মত একজন কোচ দরকার', কে বললেন এই কথা?
Pakistan Cricket Team: সবকিছুই প্রভাব ফেলেছে দলের পারফরম্য়ান্সে। প্রাক্তন ক্রিকেটাররা পিসিবির বিরুদ্ধে মুখ খুলেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন দানিশ কানেরিয়া।
করাচি: পাকিস্তান ক্রিকেট দলের টালমাটাল পরিস্থিতি অব্যাহত। বাংলাদেশের বিরুদ্ধে সম্প্রতি নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে হেরেছে শান মাসুদের দল। ক্রমাগত পাকিস্তান ক্রিকেট বোর্ডে রদবদল। দলে প্লেয়ারদের প্রতি সিরিজে বদল। সবকিছুই প্রভাব ফেলেছে দলের পারফরম্য়ান্সে। প্রাক্তন ক্রিকেটাররা পিসিবির বিরুদ্ধে মুখ খুলেছে। এবার সেই তালিকায় নাম লেখালেন দানিশ কানেরিয়া।
নিজেদের দেশের মাটিতে প্রথমবার টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে হেরে গিয়েছে পাকিস্তান। কানেরিয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ''সবকিছু টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেটে এই জন্যই এই অবস্থা। অধিনায়ক বদল করা হচ্ছে বারবার। তাঁর সিদ্ধান্তের কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। এই বিষয়গুলো পাক ক্রিকেটের ক্ষতি করছে আরও।'' এরপরই পাকিস্তানের প্রথম হিন্দু ক্রিকেটার আরো বলেন, ''একজনকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হল। তাঁকে এক বছর সময় দেওয়া উচিত। তাতে যে যদি পারফর্ম করতে না পারে। দল যদি তাঁর অধিনায়কত্বে ভাল পারফর্ম করতে না পারে, তবে সরাসরি বলে দেওয়া উচিত।''
এরপরই ভারতীয় ক্রিকেটের সাফল্যের কথা মাথায় রেখে কানেরিয়া বলেন, ''ভারতীয় দল কেন বিশ্বের অন্য়তম সফল দল, তা ভেবে দেখতে হবে। ওদের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়। তাঁর কোচিংয়ে ভারতীয় দল দুর্দান্ত পারফর্ম করেছে। এরপর এখন গৌতম গম্ভীরের কোচিংয়ে খেলবে টিম ইন্ডিয়া। গম্ভীর অসাধারণ একজন ক্রিকেটার ও মানুষ। সবসময় সোজা কথা সহজভাবে বলে ওঁ। যা বলার মুখের ওপর বলে দেয়। এমনই হওয়া উচিত। একজন কঠোর মানসিকতার মানুষ হওয়া উচিত।''
উল্লেখ্য়, বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল পাকিস্তানকে। পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার টেস্ট সিরিজ় জিতলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা। রাওয়ালপিন্ডিতে তৈরি হল ইতিহাস। পাকিস্তানকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। ২-০ জিতে নিল টেস্ট সিরিজ়। প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ওপার বাংলার দল জয় পেল ছয় উইকেটে। ঘরের বাইরে এই নিয়ে মাত্র তৃতীয় টেস্ট সিরিজ় জিতল বাংলাদেশ। এর আগে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়েছিল বাংলাদেশ, এবার এল পাকিস্তানের বিরুদ্ধে জয়। এই পরাজয়ের ফলে পাকিস্তান নিজেদের ঘরের মাঠে নাগাড়ে ১০ টি টেস্ট ম্যাচে জয়হীন।
আরও পড়ুন: দলীপ ট্রফিতে দুরন্ত অর্ধশতরান, লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তনেই ঝড় পন্থের ব্যাটে