Mahashivratri 2025: চাহালের সঙ্গে বিচ্ছেদের আবহেই শিবরাত্রিতে ইঙ্গিতপূর্ণ পোস্ট ধনশ্রীর, কী লিখলেন?
Dhanashree Verma and Yuzvendra Chahal Divorce: তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই খবর। বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিচ্ছেদের কারণ হিসাবে দুজনই নিজেদের মতবিরোধকে দেখিয়েছেন।

মুম্বই: তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই খবর। বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিচ্ছেদের কারণ হিসাবে দুজনই নিজেদের মতবিরোধকে দেখিয়েছেন। যুজবেন্দ্র চাহালের সঙ্গে বিচ্ছেদের (Dhanashree Verma and Yuzvendra Chahal Divorce) আবহে এবার সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ধনশ্রী বর্মা। এবং সেই পোস্ট করলেন মহাশিবরাত্রির দিন।
নিজের ইনস্টাগ্রামে ভগবান শিবের একটি ছবি শেয়ার করে ধনশ্রী ক্যাপশনে লেখেন, 'যখন আপনি ভাববেন সব শেষ, তখনই তিনি শুরু করেন।' ধনশ্রী সকলকে মহাশিবরাত্রির শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, 'সকলকে শুভ মহাশিবরাত্রি জানাই। ভগবান শিব আপনাদের ওপর সুখ, সমৃদ্ধি এবং শান্তির সঙ্গে তাঁর আশীর্বাদও বর্ষণ করুন।'
চাহাল-ধনশ্রীর প্রেম, সম্পর্ক, বিয়ে কোনও রূপকথার চেয়ে কম নয়। করোনার প্রাদুর্ভাবে তখন গোটা দুনিয়া কাঁপছে। ঘরবন্দি ভারতও। লকডাউনের সেই পর্বেই ধনশ্রী বর্মার নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেখেন ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল। মুগ্ধ হয়ে যান হরিয়ানার লেগস্পিনার। তিনি ধনশ্রীর কাছে নাচ শেখার ক্লাস শুরু করেন।
ধনশ্রী পেশায় দন্ত চিকিৎসক। নেশা নাচ। কোরিওগ্রাফিও করেন। ওয়ান ডে বিশ্বকাপের অ্যান্থেমে রণবীর সিংহের সঙ্গে নাচতে দেখা গিয়েছিল। চাহালের প্রস্তাবে তাঁকে নাচ শেখাতে রাজি হয়ে যান ধনশ্রী। সেই থেকে সম্পর্কের সূত্রপাত।
দুজনের প্রেম পায় পরিণতি। গুরগাঁওয়ে এক ঘরোয়া অনুষ্ঠানে সাত পাকে বাঁধা পড়েন দুজনে। সোশ্যাল মিডিয়ায় ভীষণ সক্রিয় দুই তারকাই। প্রায়ই একসঙ্গে নাচের ভিডিও পোস্ট করতেন।
ভারতের ম্যাচ হোক বা আইপিএল, খেলা দেখতে গ্যালারিতে হাজির হয়ে যেতেন সুন্দরী ধনশ্রী। গ্যালারি হয়ে উঠত আরও রঙিন। তবে বেশ কয়েক মাস ধরেই দম্পতির বিচ্ছেদের জল্পনা চলছিল। শোনা যাচ্ছিল, প্রায় দেড় বছর একসঙ্গে থাকছেন না দুজনে।
আরও পড়ুন: ছিটকে গেল ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ওঠার দৌড়ে আফগানিস্তান, অঙ্কটা কী?
অবশেষে বৃহস্পতিবার বান্দ্রা ফ্যামিলি কোর্টে দুজনের বিচ্ছেদ হয়ে গিয়েছে, খবর সূত্রের । দুজনই সোশ্যাল মিডিয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন ।
শোনা যাচ্ছে, বিচারপতি দুজনকে ৪৫ মিনিট ধরে বোঝান । কিন্তু তাতেও লাভ হয়নি । ডিভোর্সের সিদ্ধান্তে অনড় ছিলেন । যুজবেন্দ্র ও ধনশ্রী নাকি জানিয়েছেন, মতের অমিলই এর কারণ । অবশেষে বিকেল ৪.৩০ মিনিটে ডিভোর্সের রায় দেন বিচারপতি ।
আরও পড়ুন: শীর্ষে শুভমনই, প্রোমোশন কোহলির, চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে বিরাট প্রাপ্তি ভারতের




















