INDA vs SAA: ধুঁকতে থাকা ইনিংসকে অক্সিজেন জোগাল জুড়েলের শতরান, দক্ষিণ আফ্রিকা 'এ'-র বিরুদ্ধে কত করলেন পন্থ?
Dhruv Jurel: বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে ১৩২ রানের অপরাজিত ইনিংস খেললেন ধ্রুব জুড়েল।

বেঙ্গালুরু: দুইজন সম্ভবত জাতীয় দলে এক স্থানের জন্যই লড়াই করছেন। একজন নিজের কামব্যাক ম্যাচে দুরন্ত ইনিংসে দলকে জিতিয়েছেন, আরেকজন ভারতের হয়ে শেষ টেস্ট সিরিজ়ে শতরান হাঁকিয়েছেন। কথা হচ্ছে ঋষভ পন্থ (Rishabh Pant) ও ধ্রুব জুড়েলকে (Dhruv Jurel) নিয়ে। দুই তারকা-কিপার ব্যাটারই আজ দক্ষিণ আফ্রিকা 'এ'-র (India A vs South Africa A) বিরুদ্ধে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে খেলতে নেমেছিলেন। দুইজন দলের হয়ে সর্বাধিক এবং দ্বিতীয় সর্বাধিক রান করলেন, তবে রানের অঙ্কের মধ্যে পার্থক্যটা বিশাল।
এদিন টস জিতে ভারত 'এ'-কে প্রথমে ব্যাটিংয়ের আহ্বান জানান দক্ষিণ আফ্রিকা 'এ' দলের অধিনায়ক অ্যাকারম্যান। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে ম্যাচের দ্বিতীয় ওভারেই দলকে সাফল্য এনে দেন ভ্যান ভুরেন। এই ম্যাচে সুযোগ পাওয়া বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। ভারতের টেস্ট ওপেনার কেএল রাহুলও এদিন ওপেন করতে নেমে সম্পূর্ণ ব্যর্থ। তাঁর সংগ্রহ ১৯ রান। সাই সুদর্শন (১৭) ও দেবদত্ত পাড়িক্কাল (৫) রান পাননি। ৫৯ রানে চার উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারতীয় 'এ' দল।
এমন পরিস্থিতিতে ব্য়াট করতে নামেন ঋষভ পন্থ। নিজের স্বভাবচিত ভঙ্গিমাতেই ব্যাট করছিলেন পন্থ। তিনটি চার ও একটি ছক্কার সুবাদে ২৪ রান করেও ফেলেছিলেন শতাধিক স্ট্রাইক রেটে। তবে মোরেকি তাঁর ইনিংস থামান। ৮৬ রানে পাঁচ উইকেট হারিয়ে বিরাট বিপাকে প্রথম সেশন শেষ করে ভারত 'এ' দল। লাঞ্চের পরেও দলের উইকেট পড়া থামেনি। আকাশ দীপ ডিফেন্ড করতে গিয়ে খাতা খোলার আগেই বোল্ড হলে ভারতীয় দল ১২৬ রানে সাত উইকেট হারিয়ে ধুঁকছিল। অনেকে তো ভাবছিলেন ভারত হয়তো ১৫০ রানের গণ্ডিও পার করতে পারেব না।
এমন পরিস্থিতিতেই ব্যাট হাতে দলের শেষ ভরসা ধ্রুব জুড়েল লড়াই শুরু করেন। সঙ্গী হিসাবে তিনি পান কুলদীপ যাদবকে। দুইজনে মিলে অর্ধশতরানের পার্টনারশিপে ভারত 'এ' দলে দু'শো রানের গণ্ডি পার করায়। কিন্তু ঠিক যখন মনে হচ্ছিল ভারত জুড়েলদের সৌজন্যে ইনিংস সামলে ফেলেছে, তখনই অঘটন। প্রোটিয়া টেস্ট দলের অধিনায়ক তেম্বা বাভুমাও এই ম্যাচ খেলছেন। তিনিই মিড অফ কুলদীপ যাদবের একটি স্ট্রেট ড্রাইভ দুরন্তভাবে ঝাঁপ দিয়ে বাঁচান। রান নেব, নেব না করতে গিয়ে বোঝাপড়ার অভাবে শেষমেশ কুলদীপ ২০ রানে রান আউট হন। ভাঙে ৭৯ রানের পার্টনারশিপ।
জুড়েল অবশ্য তখনই ক্রিজে উপস্থিত ছিলেন। তিনি হাল ছাড়তে নারাজ। এবার তিনি সঙ্গী হিসাবে পেলেন মহম্মদ সিরাজকে। দেখতে দেখতেই নিজের শতরান পূরণ করে ফেললেন জুড়েল। পরিস্থিতি বুঝে ব্যাটও চালাচ্ছিলেন তিনি। তবে দুঃখজনকভাবে সিরাজের সঙ্গে ৩৪ রানের পার্টনারশিপ গড়লেও, তাঁর এবং প্রসিদ্ধ কৃষ্ণের দশম উইকেটের পার্টনারশিপ বেশিদূর গড়াতে পারেনি। ভারত 'এ' দল আড়াইশো রানের গণ্ডি পার করার পরেই সেই ভ্যান ভুরেনের বলে কট অ্যান্ড বোল্ড হন প্রসিদ্ধ। ২৫৫ রানে থেমে যায় ভারতীয় 'এ' দলের ইনিংস। অপরপ্রান্তে ১৩২ রানে অপরাজিতই থেকে যান জুড়েল।
দক্ষিণ আফ্রিকা 'এ' দল আজ আর ব্য়াট করতে নামেনি। সিরাজ, আকাশ দীপ, কুলদীপ, প্রসিদ্ধদের নিয়ে গড়া শক্তিশীল 'এ' দল কাল প্রোটিয়া শিবিরকে অল্প রানে আটকে রাখতে পারে কি না, এবার সেটাই দেখার বিষয় হতে চলেছে।




















