Dilip Doshi Death: শুভমনদের ইংল্যান্ড সফরের মাঝেই এল বিরাট দুঃসংবাদ, লন্ডনে প্রয়াত ভারতের ক্রিকেটার
Dilip Doshi Passes Away: এক সময় বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের আবগ গোটা ক্রিকেটবিশ্বে।

কলকাতা: ভারতের ইংল্যান্ড সফরের মাঝেই এল বিরাট দুঃসংবাদ । প্রয়াত হলেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশি (Dilip Doshi) । যিনি এখন ইংল্যান্ডেই থাকতেন । সোমবার লন্ডনেই মৃত্যু হয় প্রাক্তন বাঁহাতি স্পিনারের । যিনি এক সময় বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন । প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের আবগ গোটা ক্রিকেটবিশ্বে ।
সোমবার লন্ডনে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে প্রাক্তন ক্রিকেটারের । তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর ।
বাঁহাতি স্পিনার দিলীপ দোশি ভারতের হয়ে ৩৩টি টেস্ট ম্যাচ ও ১৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন । ১৯৭৯ থেকে ১৯৮৩ - প্রায় পাঁচ বছর বিস্তৃত ছিল তাঁর আন্তর্জাতিক কেরিয়ার । ৩৩টি টেস্ট ম্যাচে ১১৪টি উইকেট নিয়েছেন দিলীপ দোশি । সীমিত ওভারের ক্রিকেটে ২২টি উইকেট রয়েছে দিলীপের ।
১৯৭৯ সালের সেপ্টেম্বর । ভারত সফরে এসেছিল অস্ট্রেলিয়া । চেন্নাইয়ে প্রথম টেস্ট ম্যাচ । সেই ম্যাচেই অভিষেক হয় বাঁহাতি স্পিনার দিলীপ দোশির । প্রথম ইনিংসেই ১০৩ রানের বিনিময়ে ৬ উইকেট নেন তিনি । সব মিলিয়ে সেই ম্যাচে ১৬৭ রানে আট উইকেট নেন দিলীপ । ভারতের মাত্র ৯ জন ক্রিকেটার টেস্ট অভিষেকে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন । তাঁদের মধ্যে দিলীপ দোশি অন্যতম ।
ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, 'ভারতের প্রাক্তন স্পিনার দিলীপ দোশির মৃত্যুতে আমরা শোকস্তব্ধ । লন্ডনে দুর্ভাগ্যবশত তিনি প্রয়াত হয়েছেন ।' শোকবার্তা জানিয়েছে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থাও ।
The BCCI mourns the sad demise of former India spinner, Dilip Doshi, who has unfortunately passed away in London.
— BCCI (@BCCI) June 23, 2025
May his soul rest in peace 🙏 pic.twitter.com/odvkxV2s9a
ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র ও বাংলার হয়ে খেলেছেন দিলীপ । কাউন্টি ক্রিকেটেও খেলেছেন । নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে । সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৯৮ উইকেট রয়েছে দিলীপের ।
Former India spinner Dilip Doshi dies of cardiac arrest in London, confirms sources close to the cricketer. He was 77. pic.twitter.com/cCcmezDvZg
— Press Trust of India (@PTI_News) June 23, 2025



















