Dinesh Karthik: মাস ঘুরতেই ফের আরসিবি শিবিরে ফিরলেন কার্তিক, বিরাটের সঙ্গে ফের মাঠে নামবেন?
Dinesh Karthik becomes RCB Coach: কিন্তু মাস ঘুরতে না ঘুরতে পুরনো ফ্র্যাঞ্চাইজিতেই কামব্যাক করছেন ডিকে। তবে কি ক্রিকেট থেকে অবসর নিয়ে আবার মন বদল করলেন কার্তিক?
বেঙ্গালুরু: আইপিএলে (IPL 2025) আবার মাঠে দেখা যাবে দীনেশ কার্তিককে (Dinesh Karthik)। হ্যাঁ, ঠিকই পড়েছেন। বিরাট কোহলি (Virat Kohli), ফাফ ডু প্লেসিদের সঙ্গে ফের মাঠে নামতে দেখা যাবে ভারতের প্রাক্তন এই উইকেট কিপার ব্য়াটারকে। মে মাসে আইপিএলে আরসিবির(RCB) শেষ ম্য়াচের পরই গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তামিলনাড়ুর এই অভিজ্ঞ ক্রিকেটার। কিন্তু মাস ঘুরতে না ঘুরতে পুরনো ফ্র্যাঞ্চাইজিতেই কামব্যাক করছেন ডিকে। তবে কি ক্রিকেট থেকে অবসর নিয়ে আবার মন বদল করলেন কার্তিক?
আসলে আরসিবির পক্ষ থেকে সোমবার এক বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে যে দীনেশ কার্তিক তাঁদের নতুন ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে নতুন মরশুম থেকে যোগ দেবেন দলের সঙ্গে। অর্থাৎ বিরাট, ম্য়াক্সওয়েলদের ব্যাটিং কোচের দায়িত্বে দেখা যাবে কার্তিককে। উল্লেখ্য, ২০১৫, ২০১৬ দুই মরশুমে প্রথমবার আরসিবিতে খেলেছিলেন কার্তিক। এরপর ২০২২ সালে ফের আরসিবি শিবিরে যোগ দিয়েছিলেন। গত মরশুমে ১৫ ম্য়াচে ৩২৬ রান করেছিলেন ১৮৭-র ওপর স্ট্রাইক রেটে। নিজেদের সোশ্য়াল মিডিয়ার বিবৃতিতে আরসিবি লিখেছে, ''আমাদের উইকেটরক্ষক দীনেশ কার্তিককে নতুন করে স্বাগত জানাচ্ছি। আরসিবিতে নতুন অবতারে ফিরে আসছেন তিনি। আরসিবির পুরুষদের দলের ব্যাটিং কোচ এবং মেন্টর হিসাবে কাজ করবেন কার্তিক। ডিকেকে ক্রিকেট থেকে দূরে রাখা গেলেও ওর থেকে ক্রিকেটকে দূরে রাখা সম্ভব নয়। আমাদের শুভেচ্ছা এবং ভালবাসা থাকল।''
View this post on Instagram
টি-টােয়েন্টি বিশ্বকাপ খেলতে আমেরিকা উড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখানেই খেতাবও জিতে নিয়েছে রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দলের সঙ্গে না থাকলেও ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল কার্তিককে। এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফিরতে পারেনি টিম ইন্ডিয়া। দলের সঙ্গেই রয়েছেন কার্তিক। কারণ ব্রিজটাউনে ঘূর্ণিঝড়ের আশঙ্কার জন্য বাতিল হয়েছে সব উড়ান। তবে তার মধ্যেই এই খবর পেলেন বিরাটদের সতীর্থ।
আইপিএলে একাধিক ফ্র্য়াঞ্চাইজির হয়ে খেলেছেন কার্তিক। কেকেআরের জার্সিতে নেতৃত্বভারও সামলেছেন। মোট ২৫৭ ম্য়াচে ৪৮৮২ রান করেছেন।
আরও পড়ুন: একটা ক্যাচেই ফিল্ডিং কোচ দিলীপের দাম বাড়িয়ে দিয়েছেন সূর্য, কী বললেন টি দিলীপ?