মুম্বই: নিজের মুম্বইয়ের কোটি টাকা দিয়ে কেনা অ্য়াপার্টমেন্ট ভাড়া দিয়েছেন রোহিত শর্মা। ভাড়া থেকে কত টাকা করে পান ভারত অধিনায়ক জানেন? মুম্বইয়ের লোয়ার পেরলে তাঁদের অ্য়াপার্টমেন্টটি ২.৬০ লক্ষ টাকা মাসিক ভাড়া দিয়েছেন হিটম্য়ান। Zapkey.com-র তথ্য অনুযায়ী এই খবর প্রকাশ্যে এসেছে। কিন্তু এই অ্য়াপার্টমেন্টটির দাম শুনলেও আপনি চমকে উঠবেন।
১২৯৮ স্কোয়ার ফুটের এই অ্য়াপার্টমেন্টটি লোধা গ্রপের প্রজেক্ট। লোধা মারকুইশ বিল্ডিংয়ের ৪৫ নম্বর ফ্লোরে রয়েছে রোহিতের অ্য়াপার্টমেন্টটি। গত ২৭ জানুয়ারি ভাড়ার জন্য এই অ্য়াপার্টমেন্টটি নিবন্ধন করা হয়েছিল। স্ট্যাম্প খরচ বাবদ পড়েছে ১৬.৩০০ টাকা। এছাড়া ১০০০ টাকা রেজিস্ট্রি বাবদ খরচ হয়েছে। নথিতে দেখা গেছে যে দুটি পার্কিং স্পেস সহ অ্যাপার্টমেন্টটি মুরালি কৃষ্ণণ নায়ার নামে একজনকে ভাড়া দেওয়া হয়েছে। ২০১৩ সালে এই অ্য়াপার্টমেন্টটি ৫ কোটি ৪৫ লক্ষ টাকা মূল্য কিনেছিলেন রোহিত ও তাঁর বাবা গুরুনাথ শর্মা।
এই প্রথমবার নিজের অ্য়াপার্টমেন্ট ভাড়া দিয়েছেন
রোহিত, এমনটা নয়। এর আগে ২০২৪ সালে জানুয়ারিতে মুম্বইয়ে বান্দ্রা পশ্চিম এলাকায় তাঁর দুটো অ্য়াপার্টমেন্ট তিন বছরের প্রতি মাসে ৩ লক্ষ টাকায় লিজ নিয়েছিলেন। ভাড়ার চুক্তি অনুসারে প্রতি বছর মাসিক ভাড়ার অঙ্কটা পরিবর্তন হয়। প্রথম বছরের জন্য ছিল ৩.১০ লক্ষ, দ্বিতীয় বছরের জন্য ছিল ৩.২৫ লক্ষ ও তৃতীয় বছরের জন্য ৩.৪১ লক্ষ টাকা।
এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সাম্প্রতিক সময়ে ৩৭ পেরনো ভারতীয় ব্য়াটারের ফর্ম একেবারেই ভাল নয়। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর থেকেই ব্যাটে রান নেই। ঘরের মাঠে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও শেষ বর্ডার গাওস্কর ট্রফিতে অস্ট্রেলিয়ার মাটিতে একেবারেই রান পাননি।
রঞ্জি ট্রফি খেলছিলেন। কিন্তু সেখানেও জম্মু কাশ্মীরের বিরুদ্ধে দুটো ইনিংসেই ব্যর্থ হয়েছেন।
কিছুদিন আগেই বোর্ডের কাছে সুনীল গাওস্করের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রোহিত শর্মা। সাম্প্রতিক অতীতে
ভারতীয় দলের ফর্ম, দায়বদ্ধতা এবং টেকনিক নিয়ে প্রবল সমালোচনা করেছেন কিংবদন্তি ক্রিকেটার।
গাওস্কর হালফিলে টিম ইন্ডিয়ার খারাপ পারফরম্যান্সের জন্য দলকে কড়া ভাষায় বিদ্ধ করেছেন। তবে তাঁর কথাবার্তা দলের সিনিয়র ক্রিকেটার, বিশেষত বিরাট কোহলির পছন্দ হয়নি বলেই রিপোর্টে দাবি করা হচ্ছে। এই নিয়ে এতটাই বিরক্ত ভারতীয় অধিনায়ক যে তিনি এবার বোর্ডের দ্বারস্থ হয়েছেন। রিপোর্টে দাবি করা হয় যে গোটা বিষয়ে অবগত এক সূত্র জানিয়েছেন যে রোহিতের মতে সুনীল গাওস্করের তাঁকে এতটা চাঁচাছোলা ভাষায় সমালোচনা করার প্রয়োজন ছিল না।