আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
Ishan Kishan: আচমকা খেলার সুযোগ পেয়েছিলেন, সেঞ্চুরি করে সমালোচনার জবাব দিলেন ঈশান
Duleep Trophy: ঘরোয়া ক্রিকেটে নিজের উপস্থিতি ভাল মতোই টের পাওয়ালেন ঈশান কিষাণ (Ishan Kishan)। দলীপ ট্রফিতে নেমেই সেঞ্চুরি করলেন তিনি।
বেঙ্গালুরু: তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তিনি নাকি ঘরোয়া ক্রিকেট খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন না। ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক চুক্তি থেকেও বাদ দেওয়া হয়েছিল তাঁকে।
ঘরোয়া ক্রিকেটে নিজের উপস্থিতি ভাল মতোই টের পাওয়ালেন ঈশান কিষাণ (Ishan Kishan)। দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) নেমেই সেঞ্চুরি করলেন তিনি। ইন্ডিয়া সি-র হয়ে ইন্ডিয়া বি-র (India C vs India B) বিরুদ্ধে ১২৬ বলে ১১১ রান করলেন ঝাড়খণ্ডের তরুণ উইকেটকিপার-ব্যাটার।
বেঙ্গালুরুর অদূরে রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট স্টেডিয়াম বি-তে (Rural Development Trust Stadium B) বৃহস্পতিবার ব্যাট হাতে নজর কাড়লেন ঝাড়খণ্ডের বাঁহাতি তরুণ। ইন্ডিয়া সি দলে ফিরেছেন ঈশান। বাংলার অভিষেক পোড়েল এই ম্যাচে খেলছেন বিশেষজ্ঞ উইকেটকিপার হিসাবে। ঈশান খেলছেন ব্যাটার হিসাবে
সুযোগের সদ্বব্যবহার করলেন ঈশান। মাত্র ১১৯ বলে সেঞ্চুরি সম্পূর্ণ করেন তিনি। মাত্র ১৬ বছর বয়সে, ২০১৪ সালে ঝাড়খণ্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয়েছিল ঈশানের। কেরিয়ারের প্রথম দশটি প্রথম শ্রেণির ম্যাচে একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি করেছিলেন ঈশান। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭টি সেঞ্চুরি রয়েছে তাঁর।
ঘরোয়া ক্রিকেটের চলতি মরশুমের প্রথম টুর্নামেন্টেই হতাশা ঝেড়ে ফেলে নিজেকে নতুন করে প্রমাণ করলেন ঈশান। প্রথম ইনিংসে সাই সুদর্শন (Sai Sudharsan) ও রজত পাতিদার (Rajat Patidar) প্রথম ইনিংসে দ্রুত ফেরার পর ব্যাট করতে নামেন ঈশান। তার আগে মাত্র ২ বল খেলে গোড়ালি মচকে মাঠের বাইরে চলে যান ইন্ডিয়া সি দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। চার নম্বরে ব্যাট করতে নেমে ১৪টি চার ও তিনটি ছক্কা মারেন ঈশান। শেষ পর্যন্ত বাংলার পেসার মুকেশ কুমারের বলে বোল্ড হন ঈশান।
মাত্র ৪৮ বলে হাফসেঞ্চুরি সম্পূর্ণ করেন ঈশান। তাঁকে যোগ্য সঙ্গত করেন বাবা ইন্দ্রজিৎ। ১৩৬ বলে ৭৮ রান করেন তিনি। তৃতীয় উইকেটে দেড়শো রান যোগ করে ইন্ডিয়া সি-কে ভাল জায়গায় পৌঁছে দেন দুজনে।
গত বছরের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফর চলাকালীন মানসিক স্বাস্থ্যের কথা বলে দেশে ফিরে এসেছিলেন ঈশান। ভারতীয় দলের সেই সময়কার হেড কোচ রাহুল দ্রাবিড় ও বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছিলেন, জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেটে খেলতেই হবে ঈশানকে।
দলীপ ট্রফিতে প্রথমে ইন্ডিয়া ডি দলে রাখা হয়েছিল ঈশানকে। কিন্তু কুঁচকির চোটের জন্য তিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। তাঁর পরিবর্তে ইন্ডিয়া ডি দলে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। তবে ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া বি ম্যাচে শেষ মুহূর্তে আচমকাই দেখা যায় ঈশানকে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement