এক্সপ্লোর
Jasprit Bumrah sister: শিক্ষক থেকে মেকআপ আর্টিস্ট, লক্ষ লক্ষ টাকা উপার্জন, যশপ্রীত বুমরার দিদি জুহিকাকে চেনেন কি?
Juhika Bumrah: মা দলজিতের পথে হেঁটেই প্রথমে শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন যশপ্রীত বুমরার দিদি, তবে পরে তিনি নিজের মনের কথা শুনেই পেশাবদল করেন।

ভাই-বোনের মিষ্টিমধুর ছবি (ছবি: বুমরার ফেসবুক)
1/10

লক্ষ লক্ষ টাকা উপার্জন, বলিউড তথা ফ্যাশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ, ব্র্যান্ডদের সঙ্গে কাজ করেন জুহিকা।
2/10

অর্জুন কপূর থেকে বিখ্যাত গায়িকা শিল্পা রাও, তাঁর মেকআপে ব়্যাম্পওয়াক থেকে স্টেজ শো করেছেন। তবে জুহিকা আরও একটি পরিচয় রয়েছে। তিনি তারকা ভারতীয় ফাস্ট বোলার যশপ্রীত বুমরার দিদি।
3/10

বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলারের প্রসঙ্গ উঠলেই, যশপ্রীত বুমরার নাম আসতে বাধ্য। মধ্যবিত্ত পরিবার থেকে বিশ্বের সেরা ফাস্ট বোলার হওয়ার বুমরার সফরটা কিন্তু সহজ ছিল না।
4/10

ভারতীয় তারকা বোলার এই সাফল্যের জন্য বারংবার নিজের পরিবারকেই কৃতিত্ব দেন এবং জুহিকা অনেকাংশে সেই কৃতিত্ব পাওয়ার অধিকারীও।
5/10

যশপ্রীত, জুহিকার বাবা জসবীর পরলোকগমন করার পর জুহিকাই তাঁর মাকে পরিবার সামলাতে সাহায্য করেন এবং যশপ্রীতকে বড় করে মানুষ করার ক্ষেত্রেও তাঁর অবদান রয়েছে।
6/10

প্রাথমিকভাবে মা দলজিতের মতো জুহিকাও শিক্ষকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। তবে কিছু বছর পর তিনি নিজের মনের কথা শোনেন এবং ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পা রাখেন।
7/10

অ্যাকাডেমি অফ ফ্রিলান্স মেকআপ, ড্যানিয়েল কোলারিক মেকআপের মতো সংস্থাগুলির সঙ্গে কাজ করেছেন জুহিকা।
8/10

২০১৬ সালে জুহিকা বরুণ সেলির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বরুণ ডিজিট্যাল মার্কেটিং এজেন্সির সঙ্গে যুক্ত এবং তাঁর স্ত্রীর কেরিয়ারকে তিনি দারুণভাবে সাপোর্টও করেন।
9/10

ছোটবেলায় ভাইয়ের সঙ্গে রিমোট নিয়ে মারামারি করার কথা জানিয়েছিলেন জুহিকা। ছোট্ট যশপ্রীতও যে ক্রিকেটপাগল ছিলেন।
10/10

তাঁর ভাই এখন বিশ্বেসেরাদের অন্যতম এবং তিনি সফল পেশাদার মেকআপ আর্টিস্ট। যশপ্রীত ও জুহিকা যে তাঁর বাবা, মায়ের মুখ উজ্জ্বল করেছেন, তা বলাই বাহুল্য। ছবি-যশপ্রীত বুমরার ফেসবুক
Published at : 18 Feb 2025 01:44 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
