Tilak Varma: ভারতের নেতৃত্বে তিলক, প্রথম ম্য়াচেই সামনে পাকিস্তান, কোন টুর্নামেন্টে বলুন তো?
Emerging Teams Asia Cup: তিলক দেশের জার্সিতেও খেলেছন। সিনিয়র ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত মোট ৪টি ওয়ান ডে ও ১৬টি টি-টােয়েন্টি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটার।
মুম্বই: রোহিত শর্মা নয়। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) নয়। ভারতীয় দলের নেতৃত্বে তিলক ভার্মা (Tilak Varma)। না না, অবাক হবেন না। আসলে এমার্জিং এশিয়া কাপের জন্য় (Emerging Asia Cup 2024) ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে। তাতেই দলকে নেতৃত্ব দেবেন তরুণ এই ক্রিকেটার। আগামী ১৮ অক্টোবর থেকে শুরু হতে চলা এই টুর্নামেন্টটি কুড়ির ফর্ম্য়াটে হবে এবার। যেখানে ভারতের হয়ে খেলবেন অভিষেক শর্মা, রাহুল চাহার, সাই কিশোর, অনুজ রাওয়াত, বৈভব আরোরার মত আইপিএলের দুর্দান্ত পারফর্ম করা পরিচিত মুখও। অভিষেক তো জাতীয় দলের জার্সিতেও নিজের ছাপ রাখছেন।
তিলক দেশের জার্সিতেও খেলেছন। সিনিয়র ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত মোট ৪টি ওয়ান ডে ও ১৬টি টি-টােয়েন্টি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটার। অভিষেককে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। গত আইপিএলে কেকেআরের জার্সিতে হর্ষিত রানার পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টে নজর কেড়েছিলেন তরুণ বৈভব আরোরও। তাঁকেও এই স্কোয়াডে সুযোগ দেওয়া হয়েছে।