Emerging Teams Cup Asia: একা লড়লেন ধুল, এমার্জিং এশিয়া কাপ বাংলাদেশের বিরুদ্ধে ২১১ রানে অল আউট ভারত
Yash Dhull: ভারতের হয়ে ইনিংসে একমাত্র অর্ধশতরান করেন অধিনায়ক যশ ধুল। তিনি ৬৬ রানের ইনিংস খেলেন।
কলম্বো: এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে হতাশ করল ভারতীয় 'এ' দলের ব্যাটিং। বাংলাদেশ 'এ'-র বিরুদ্ধে (India A vs Bangladesh A) মাত্র ২১১ রানেই অল আউট হয়ে গেল ভারতীয় 'এ' দল। দলের হয়ে ব্যাট হাতে কার্যত একাই লড়াই করলেন অধিনায়ক যশ ধুল (Yash Dhull)। তাঁর অর্ধশতরানের ইনিংসের সুবাদেই ভারত কোনওক্রমে দু'শো রানের গণ্ডি পার করল।
টুর্নামেন্টের একমাত্র যশ ধুলরাই এখনও পর্যন্ত অপরাজিত রয়েছেন। তিন ম্যাচেই সংযুক্ত আরব আমিরশাহি 'এ', নেপাল এবং পাকিস্তান 'এ' দলের বিরুদ্ধে রান তাড়া করে ম্যাচ জেতে ভারতীয় দল। তবে এদিন ভারতের সামনে ভিন্ন চ্যালেঞ্জ রয়েছে। এই প্রথমবার টুর্নামেন্টে প্রথমে ব্যাট করবে ভারত। এদিন ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সঈফ হাসান। এদিন যুবরাজসিন দোদিয়া নীতিশ কুমার রেড্ডির বদলে ভারতীয় একাদশে সুযোগ পান।
দুই ভারতীয় ওপেনার সাই সুদর্শন ও অভিষেক শর্মা ভারতের হয়ে শুরুটা খানিকটা মন্থর গতিতেই করেন। বড় রানের পার্টনারশিপও গড়তে ব্যর্থ হন তাঁরা। দলগত ২৯ রানেই ভাঙে ভারতীয় দলের ওপেনিং পার্টনারশিপ। ২১ রানে সাজঘরে ফেরেন সাই সুদর্শন। তিনি আউট হওয়ার পর নিকিন জোসে এবং অভিষেক শর্মা ভারতীয় ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। ৪৬ রানে দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ ভাঙে। ১৭ রানে আউট হন নিকিন। পরের ওভারেই ৩৪ রান করা অভিষেক শর্মাও সাজঘরে ফেরেন।
নিশান্ত সিন্ধু, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, হর্ষিত রানারা কেউই বড় রান করতে পারেননি। তাঁরা যথাক্রমে ৫, ১২, ১ ও ৯ রানে সাজঘরে ফেরেন। তবে যেখানে পরের পর মিডল অর্ডার ব্যাটাররা ব্যর্থ হন। সেখানে ভারতের হয়ে অধিনায়কোচিত ইনিংস খেললেন ধুল। তাঁকে মানব সুথার তাঁকে যোগ্য সঙ্গ দেন। দুইজনে মিলে অষ্টম উইকেটে ৪১ রান যোগ করেন। মানব ২১ রানের ইনিংস খেলেন। শেষের দিকে রাজবর্ধন হাঙ্গারগেকর ১৫ রানের একটি ছোট্ট ইনিংস খেলেন। ধুল লড়াকু অর্ধশতরান করেন। এর ফলেই ভারত দু'শো রানের গণ্ডি পার করতে সক্ষম হয়। ৪৯.১ ওভারে ২১১ রানে শেষ হয় ভারতের ইনিংস।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Tomato Prices Reduced : আরও খানিকটা কমছে টোম্যাটোর দাম