Sunil Gavaskar: ওয়াংখেড়েতে বসল গাওস্করের মূর্তি, কী বললেন কিংবদন্তি ওপেনার?
Sunil Gavaskar Statue: ১৯৮৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে আমদাবাদে ১০ হাজার রান পূরণ করেছিলেন লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে।

মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবার সুনীল গাওস্করের মূর্তি বসল। ভারতের সর্বকালের সেরা ওপেনারের ব্রোঞ্জের তৈরি এই মূর্তিটি এমসিএ-র শরদ পাওয়ার ক্রিকেট মিউজিয়ামে রাখা হয়েছে। এদিনের গাওস্করের মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে নিজেই উপস্থিত ছিলেন শরদ পাওয়ার।
সুনীল গাওস্কর টেস্ট কেরিয়ারে ১০ হাজার রান করেছিলেন প্রথমবার। লিটল মাস্টার এদিন নিজের মূর্তি উন্মোচন করার পর আবেগঘন হয়ে পড়েন। তিনি জানান, ''এই অনুভূতি প্রকাশ করার ভাষা আমার কাছে নেই, কারণ আমি এই বিশেষ সম্মানে অভিভূত। এটা সবার সঙ্গে হয় না। এই মূর্তিটি জাদুঘরের বাইরে রয়েছে এবং এখানে প্রচুর মানুষ আসা-যাওয়া করেন।''
মুম্বই ক্রিকেটের অবদানের কথাও নিজে বক্তব্যে উল্লেখ করেছেন গাওস্কর। তিনি জানিয়েছেন, ''আমি আগেও বলেছি, এমসিএ আমার মায়ের মতো। আমি যখন আমার কেরিয়ার শুরু করছিলাম এবং বোম্বেতে (বর্তমানে মুম্বই) স্কুল ক্রিকেট খেলতাম, তখন মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমার হাত ধরেছিল। মুম্বইয়ের হয়ে খেলা আমার কাছে আশীর্বাদের মতো। আমি কখনও ভাবিনি যে, আমি এত দূর পৌঁছতে পারব।''
View this post on Instagram
১৯৮৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে আমদাবাদে ১০ হাজার রান পূরণ করেছিলেন লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে। সানি বলেন, ''মুম্বই ক্রিকেট অ্য়াসোসিয়েশন আমার কাছে মায়ের মত। অনেক প্লেয়ার রয়েছেন, যাঁদের কথা মাথায় আসছে। যদি তাঁরা না থাকতেন, তাহলে হয়ত এই স্ট্যাচু তৈরির মুহূর্তটাই তৈরি হত না। তাঁদের সমর্থন না থাকলে আমি হয়ত এই জায়গায় পৌঁছতেই পারতাম না।''
আশাবাদী ছিলেন শ্রেয়স
এশিয়া কাপে সুযোগ মেলেনি। কিন্তু রিপোর্টে জানা যাচ্ছে, শ্রেয়স আইয়ার এশিয়া কাপের দলে সুযোগ পাওয়ার প্রত্যাশায় ছিলেন। সেই কারণেই ৩০ বছর বয়সি তারকা ক্রিকেটার নাকি পশ্চিমাঞ্চলের অধিনায়ক হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন। ২৮ অগাস্ট থেকে দলীপ ট্রফি শুরু হচ্ছে, ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। দলীপের শুরুর দিকে হলেও, তার সূচির সঙ্গে এশিয়া কাপের সূচির সংঘর্ষের জেরে শুভমন গিলরা পরের দিকের ম্যাচগুলি খেলতে পারবেন না। এশিয়া কাপে তিনি সুযোগ পাবেন এবং এমন সংঘর্ষ ঘটতে পারে ভেবেই হয়তো শ্রেয়স অধিনায়কত্ব ফিরিয়ে দেন বলে মনে করছে একাংশ।




















