আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
এক্সপ্লোর
Advertisement
ENG vs AUS: হেডের বিধ্বংসী সেঞ্চুরি, ইংল্যান্ডকে প্রথম ওয়ান ডে ম্যাচে ৭ উইকেটে দুরমুশ করল অস্ট্রেলিয়া
Travis Head: ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়ান ডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা।
ট্রেন্ট ব্রিজ: বলা হয়, ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতার চেয়ে কোনও অংশে কম নয় এই দুই দেশের দ্বৈরথের ঝাঁঝ। দুই দেশের মধ্যে অ্যাশেজ সিরিজ তো ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা হয়ে রয়েছে।
এবার ওয়ান ডে ক্রিকেটে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। তবে ঘরের মাঠে প্রবল প্রতিপক্ষের বিরুদ্ধে শুরুটা ভাল হল না ইংল্যান্ডের। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে (England vs Australia) ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারাল অস্ট্রেলিয়া। সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়ান ডে ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়নরা।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার জয়ের কারিগর ফের ট্র্যাভিস হেড (Travis Head)। গত বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে যাঁর ব্যাটের ঝলসানিতে অস্ট্রেলিয়ার ট্রফি জয়ের পথ সুগম হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার ট্রেন্ট ব্রিজে ১২৯ বলে অপরাজিত ১৫৪ রানের বিধ্বংসী ইনিংস খেললেন হেড। তাঁর ইনিংসে ২০টি চার ও পাঁচটি ছক্কা। ৩১৬ রানের কঠিন লক্ষ্য মাত্র ৪৪ ওভারে পেরিয়ে গেল অস্ট্রেলিয়া। এ নিয়ে টানা ১৩টি ওয়ান ডে ম্যাচ জিতল অস্ট্রেলিয়া। ওয়ান ডে ক্রিকেটে যুগ্মভাবে এটা অস্ট্রেলিয়ার চতুর্থ সর্বোচ্চ রান তাড়া করে জয়।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৪৯.৪ ওভারে ৩১৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। শুরুতেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে খেলে যাওয়া ফিল সল্ট আউট হয়ে গেলেও দ্বিতীয় উইকেটে দ্রুত ১২০ রান যোগ করে ইংল্যান্ডকে ভাল জায়গায় রেখেছিলেন বেন ডাকেট ও উইল জ্যাকস। মাত্র ৫ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় ডাকেটের। মার্নাশ লাবুশেন ফেরান তাঁকে। সব মিলিয়ে তিন উইকেট লাবুশেনের। ৬২ রান করেন জ্যাকস। কেরিয়ারের একশোতম ওয়ান ডে ম্যাচে ৪৯ রানে তিন উইকেট নিলেন অ্যাডাম জাম্পা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement