ENG vs IND 3rd Test: বারবার ছয়বার, ফের বড় রান করতে ব্যর্থ নায়ার, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, কটাক্ষের ঝড়
Karun Nair: করুণ নায়ার চলতি সিরিজ়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ছয় ইনিংসে মোট ১৩১ রান করেছেন।

লন্ডন: ক্রিকেটের থেকে তিনি আরেকটি সুযোগ চেয়েছিলেন। ক্রিকেট তাঁকে সেই সুযোগ দিয়েওছিল। তবে করুণ নায়ার (Karun Nair) সেই সুযোগটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলেন না। স্বপ্নের ঘরোয়া মরশুমের সুবাদে দীর্ঘ সময় পরে জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েও করুণ ইংল্যান্ডে তিন টেস্ট খেলে একটিও অর্ধশতরান হাঁকাতে ব্যর্থ।
ইংল্যান্ড সফরের শুরুটা তাঁর জন্য বেশ ভালই হয়েছিল। লায়ান্সের বিরুদ্ধে ভারতীয় 'এ' দলের হয়ে ডাবল হান্ড্রেড হাঁকিয়েছিলেন করুণ। আশা ছিল জাতীয় দলের হয়ে দ্বিতীয় সুযোগটা হয়তো হাতছাড়া করবেন না তিনি। তবে একাধিক ইনিংসে শুরুটা ভাল করেও ইংল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের একটিতেও তিনি বড় রান হাঁকাতে ব্যর্থ। এরপরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনা এবং কটাক্ষের শিকার হতে হয়েছে করুণকে। কেউ খোঁচা দিয়ে লিখেছেন, 'আর কত সুযোগ লাগবে করুণ ভাই?' তো কেউ আবার ক্ষুব্ধ হয়ে দাবি করেছেন তাঁকে যেন আর কোনওরকম সুযোগ দেওয়া না হয়।
Karun Nair : Dear Cricket give me one more chance.
— Abhishek (@MSDianAbhiii) July 13, 2025
Cricket rn: pic.twitter.com/prplGm3hct
Karun Nair: Dear Cricket give me one more chance
— Gabbar (@GabbbarSingh) July 13, 2025
Cricket: pic.twitter.com/gcZwp14Uo2
Dear Cricket Please Don't Give Him Second Chance.
— Sports Wala (@sp0rtswala) July 13, 2025
- Kitne chance loge Karun Nair bhai? 🥲pic.twitter.com/QL2njvY9EV
Dear cricket, give me one more chance.🤞🏽#INDvsENG pic.twitter.com/G0je0idiix
— memes_hallabol (@memes_hallabol) July 13, 2025
Dear Cricket,
— Yanika_Lit (@LogicLitLatte) July 13, 2025
You’ve given enough chances to Karun Nair now please don’t give him a single chance anymore.#INDvsENG pic.twitter.com/2qvpBJdhcm
Karun nair: dear cricket give me one more chance pic.twitter.com/dZU7TSW8z5
— ADITYA 🇮🇳 (@troller_Adi18) July 13, 2025
কর্ণাটকের অভিজ্ঞ ব্যাটার এই সিরিজ়ে ছয় ইনিংসে যথাক্রমে ০, ২০, ৩১, ২৬, ৪০ ও ১৪ রান করেছেন। লর্ডসে ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টে (ENG vs IND 3rd Test) দ্বিতীয় ইনিংসে ভুল জাডমেন্ট দিতে গিয়ে আউট হন করুণ। অনেকেই মনে করছেন এটাই হয়তো জাতীয় দলে তাঁর শেষ সুযোগ ছিল, বিশেষত যেখানে সাই সুদর্শন এবং অভিমন্যু ঈশ্বরণ সাজঘরে বসে রয়েছেন। এরপর ভারতীয় দল ওল্ড ট্রাফোর্ডে নিজেদের পরের ম্যাচ খেলতে নামবে। করুণ নায়ার ওপর সেই চতুর্থ টেস্ট ম্যাচেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট আস্থা রাখে কি না, সেটাই দেখার বিষয় হতে চলেছে।




















