ENG vs IND: ৮ বছর পর কামব্যাক, করুণ নায়ারের মানসিকতায় মুগ্ধ গম্ভীর, বন্ধুর জন্য উচ্ছ্বসিত কেএল রাহুল
Karun Nair: ইংল্যান্ডে ভারতীয় 'এ' দলের হয়ে ইতিমধ্যেই দ্বিশতরান হাঁকিয়ে ফেলেছেন করুণ নায়ার।

বেকেনহ্যাম: ক্রিকেটের কাছে একটি সুযোগ চেয়েছিলেন, তারপর একের পর এক দুরন্ত ইনিংস। ঘরোয়া ক্রিকেটে রানের পাহাড়ে চেপে আট বছর পর জাতীয় জলে ফিরেছেন করুণ নায়ার (Karun Nair)। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ের (ENG vs IND) জন্য জাতীয় দলে ডাক পেয়েছেন করুণ নায়ার। তারকা ক্রিকেটারের হার না মানা অদম্য লড়াকু মানসিকতার প্রশংসায় ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)।
ভারতীয় বোর্ড সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছে যাতে দলের কোচ গম্ভীর ও অধিনায়ক শুভমন গিল পেপটক দেন। সেখানেই গম্ভীরকে করুণ নায়ারের প্রশংসা করতে শোনা যায়। গম্ভীর বলেন, 'প্রত্যাবর্তন ঘটানোটা কখনই সহজ নয়। গত বছর দুরন্ত পারফরম্যান্সের পর সাত বছর পর একজন জাতীয় দলে ফিরেছে। গত বছরে নিঃসন্দেহে তুমি প্রচুর রান করেছ। তবে তোমার হার না মানসিকতা, অদম্য লড়াইই তোমাকে দলে ফিরতে সাহায্য করেছে। গোটা বিশ্বকে এটা উদ্বুদ্ধ করবে।'
২০২৪-২৫ সালের রঞ্জি ট্রফিতে করুণ নায়ার বিদর্ভর হয়ে মোট ৮৬৩ রান করেছিলেন। তাঁর গড় ৫৩.৯৩। করুণ নায়ার চারটি শতরান ও দুইটি অর্ধশতরান করেন। এরপর সাদা বলের টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে আট ইনিংসে ৩৮৯.৫০ গড় ও ১২৪.০৪ স্ট্রাইক রেটে টুর্নামেন্ট সর্বোচ্চ ৭৭৯ রান করেছিলেন। পাঁচটি শতরান আসে তাঁর ব্য়াট থেকে। টি-টোয়েন্টি ফর্ম্যাটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ছয় ইনিংসে ২৫৫ রান করেছিলেন তিনি। গড় ৪২.৫০ ও স্ট্রাইক রেট ১৭৭.০৮। এমন এক মরশুমের পর জাতীয় দলে তাঁর প্রত্যাবর্তন ঘটে।
ইংল্যান্ডে নেমে ভারতীয় 'এ' দলের হয়েও কিন্তু করুণের ব্য়াট কথা বলে। বেসরকারি প্রথম টেস্টে তিনি ইংল্যান্ড লায়ান্সের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকান। নায়ারের এই প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত তাঁর দীর্ঘদিনের বন্ধু কেএল রাহুল (KL Rahul)। দুইজনে কর্ণাটকে একসঙ্গে খেলেছেন, বড় হয়েছেন। জাতীয় দলের হয়েও একসঙ্গে সাজঘর ভাগ করেছেন রাহুল ও করুণ নায়ার। আবারও তাঁরা একসঙ্গে খেলবেন।
রাগুল আশাবাদী করুণ নায়ারের নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি খেলার অভিজ্ঞতা তাঁকে এই আসন্ন সিরিজ়ে ভাল পারফর্ম করতে সাহায্য করবে। তিনি বলেন, 'আমি ওকে বহুদিন ঘরে চিনি। ও ইংল্যান্ডে যে মাসের পর মাস আড়ালে ক্রিকেট খেলে গিয়েছে এবং সেটা যে ওর জন্য কতটা কষ্টকর ছিল তা জানি। সেই সময়ের পর জাতীয় দলে ফেরাটা, আমার মনে হয় ওর জন্য, ওর পরিবারের জন্য এবং আমাদের মতো বন্ধুরা যারা গোটা সফরটা দেখেছি, তাদের সকলের জন্য বিশেষ অনুভূতির। এটা সকলকে উদ্বুদ্ধ করবে এবং আমি আশা করছি ওর কাউন্টি খেলার অভিজ্ঞতা ও যখন এখানে টেস্ট খেলতে নামবে, ওকে সাহায্য করবে।'




















