IND vs ENG: চোট পাওয়ার বসিরের পরিবর্তে দলে ডওসন, চতুর্থ টেস্টের একাদশ ঘোষণা ইংল্য়ান্ডের
England Cricket Team: ২০১৭ সালের জুলাই মাসের পর এই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে চলেছেন লিয়াম ডওসন। হ্য়াম্পশায়ারের জার্সিতে কাউন্টি ক্রিকেট খেলে থাকেন ডওসন।

ওল্ড ট্র্যাফোর্ড: ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টের জন্য় একাদশ ঘোষণা করে ফেলল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জয় এনে দেওয়ার মুহূর্ত উপহার দেওয়া শোয়েব বসির চোট পেয়েছিলেন আঙুলে। এবার তাঁর পরিবর্ত হিসেবে দলে ঢোকা লিয়াম ডওসন এবার ঢুকে পড়লেন একাদশেও। একটি মাত্র বদলই চতুর্থ টেস্টের একাদশে করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
২০১৭ সালের জুলাই মাসের পর এই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে চলেছেন লিয়াম ডওসন। হ্য়াম্পশায়ারের জার্সিতে কাউন্টি ক্রিকেট খেলে থাকেন ডওসন। ম্যাঞ্চেস্টারের স্পিন ফ্রেন্ডলি পিচে ডওসনের বলের সঙ্গে সঙ্গে ব্যাটের হাতও ইংল্যান্ড শিবিরের কাজে আসতে পারে।
উল্লেখ্য়, লর্ডস টেস্টে ভারতের শেষ উইকেট নিয়েছিলেন বসির। তিনি ফিরিয়েছিলেন মহম্মদ সিরাজকে। কিন্তু তার আগেই আঙুলে চোট পেয়েছিলেন এই অফস্পিনার। রবীন্দ্র জাডেদার জোড়ে মারা একটি শট আটকাতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন বসির। ভারতীয় ব্যাটিংয়ের প্রথম ইনিংসের ৭৮তম ওভারে ঘটেছিল ঘটনাটি। ২১ বছর বয়সি ইংল্যান্ড তারকাকে বেশ যন্ত্রণায় দেখায়। সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি। তবে ম্যাচের চতুর্থ দিন সকালেই ইংল্যান্ড বোর্ডের তরফে এই নিয়ে এক বিবৃতি দিয়ে বলা হয় বশিরের আঙুলে চোট লাগলেও তিনি কিন্তু ম্যাচের চতুর্থ ইনিংসে বল করার জন্য প্রস্তুত। দ্বিতীয় ইনিংসে বশির অবশ্য মাত্র ছয় ওভারই বল করেন। এবার ওই আঙুলের চোটের জেরেই তিনি শুধু পরবর্তী টেস্ট নয় বাকি সিরিজ় থেকেই ছিটকে গিয়েছেন তরুণ স্পিনার।
View this post on Instagram
বসির ছিটকে যাওয়ার পর জ্যাক লিচকে দলে নেওয়ার সুযোগ থাকলেও, অভিজ্ঞ ডসনকে অগ্রাধিকার দেওয়া হয়। হ্যাম্পশায়ারের হয়ে তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপে ২১টি উইকেট নিয়েছেন। তাঁর ব্যাটিংয়ের হাতটাও মন্দ নয়। ডসন ৪৪.৬৬ গড়ে এ মরশুমে ৫৩৬ রানও করেছেন। উল্লেখ্য, ৯ বছর আগে ভারতের বিরুদ্ধেই টেস্ট অভিষেক হয়েছিল ডওসনের।
সিরিজে এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। প্রথম টেস্টে লিডসে হেরে গিয়েছিল টিম ইন্ডিয়া। দ্বিতীয় টেস্টে জয় ছিনিয়ে নেয় ভারত এজবাস্টনে। প্রথমবার সেই মাঠে জয় ছিনিয়ে নেয় শুভমন গিলের দল। কিন্তু লর্ডসে ফের হারতে হয় ভারতকে।




















