Rohit And Virat: 'ফর্মে ফিরতে হল কাউন্টি ক্রিকেট খেলাে', বিরাট-রোহিতকে পরামর্শ মঞ্জরকরের
Manjrekar On Rohit And Virat: পারথে একটি দুরন্ত শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। কিন্তু এরপর থেকে বারবার ব্যর্থ। আর প্রতিবারই অফস্ট্য়াম্পের বাইরের বলে খোঁচা মেরে প্যাভিলিয়ন ফিরেছেন।
সিডনি: রোহিত শর্মা ও বিরাট কোহলি কি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নেবেন? আপাতত সিডনি টেস্টের পরও তেমন কোনও আভাস মেলেনি। রোহিত তো শেষ টেস্টে না খেললেও জানিয়ে দিয়েছেন যে অবসরের ভাবনা চিন্তা এই মুহূর্তে তাঁর মধ্যে নেই। কিন্তু গোটা সিরিজে পারথ টেস্ট বাদ দিলে ৬ ইনিংসে এতটা খারাপ পারফরম্য়ান্স যে সোশ্য়াল মিডিয়ায় ভারত অধিনায়কের টেস্ট থেকে অবসর নেওয়ার দাবি উঠেছে। একই পরিস্থিতিতে বিরাটেরও। পারথে একটি দুরন্ত শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। কিন্তু এরপর থেকে বারবার ব্যর্থ। আর প্রতিবারই অফস্ট্য়াম্পের বাইরের বলে খোঁচা মেরে প্যাভিলিয়ন ফিরেছেন। লাল বলের ফর্ম্যাটে কোহলির গড় নেমে গিয়েছে ৪৭-র নীচে। এবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর ২ তারকা ক্রিকেটারকেই কাউন্টি খেলার পরামর্শ দিলেন।
স্টার স্পোর্টসে সিডনি টেস্টের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে মঞ্জরেকর বলেন, ''আমার মনে হয় কোহলির কোথাও টেকনিক্যালি সমস্যা হচ্ছে। ও সবসময়ই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে। নিজেকে সময় দেয়। ওর ফিটনেস নিয়ে কিছু বলার নেই। উইকেটের মাঝেই এখনও যথেষ্ট দ্রুত। কিন্তু আমার তবুও মনে হয় টেকনিক্যালি কোনও সমস্য়া হচ্ছে ওর। যার জন্য আত্মবিশ্বাসেও আঘাত দিচ্ছে।''
এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে চলেছে আগামী মাসে। ভারতের পরবর্তী টেস্ট সিরিজ রয়েছে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে। কোহলি ও রোহিতকে কাউন্টি ক্রিকেট খেলার পরামর্শ দিলেন মঞ্জরেকর। তিনি বলছেন, ''আমার মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে পরবর্তী টেস্ট সিরিজে বিরাটের জন্য একেবারেই সহজ হবে না। বল অফস্টাম্পের বাইরে স্যুইং করবে। কিন্তু যদি রোহিত ও বিরাট দুজনেই খেলা চালিয়ে যেতে চায়, তবে আমি ওঁদের কাউন্টি ক্রিকেট খেলতে দেখতে চাই। সেখানে পারফর্ম করে নির্বাচকদের আস্থা ফের অর্জন করতে পারবেন তাঁরা। তবে অবসর ইস্যুটা একেবারেই ব্যক্তিগত প্রত্যেক ক্রিকেটারের। আমি আলাদা করে কিছু বলতে চাই না।''
সিডনি টেস্টের তৃতীয় দিনে বল হাতে মাঠে দেখা গেল না বুমরাকে। শনিবার চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। স্ক্যান করানোর জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। সিডনি টেস্টের তৃতীয় দিনে আর বল করতে নামলেন না বুমরা। রবিবার দিনের খেলা শুরুর আগে অবশ্য বুমরাকে অনেকবার দেখা গিয়েছে মাঠে ফিজিও টিমের সঙ্গ সময় কাটাতে। মেডিক্যাল টিমের সদস্যরাও ছিলেন। কিন্তু সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণদের সঙ্গে বােলিং অনুশীলনে একবারও দেখা যায়নি।