Father's Day 2025: 'ওঁকে আমার ভাইয়ের মতো দেখতে', ফাদার্স ডে-র বিশেষ দিনে বাবা বিরাটের জন্য বিশেষ বার্তা কন্যা ভামিকার
Virat Kohli: বিরাট কোহলির উদ্দেশে ফাদার্স ডে-তে নিজের হাতে একটি কার্ডে সুন্দর একটি বার্তা লেখে ভামিকা।

নয়াদিল্লি: বিরাট কোহলি (Virat Kohli) ও অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভারতের তথাকথিত 'পাওয়ার কাপল'। একজন মতান্তরে বিশ্বের সেরা ক্রিকেটার আর অন্যজন রুপোলি পর্দার বিখ্যাত মুখ। দুই তারকার সবকিছু নিয়েই চর্চা, আগ্রহের কমতি নেই। কিন্তু দুইজনে বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালেই রাখা পছন্দ করেন। তবে ফাদার্স ডে-র (Father's Day 2025) বিশেষ দিনে তিনি নিজের জীবনের দুই বিশেষ পুরুষের জন্য এক বিশেষ ক্য়াপশনসহ পোস্ট করলেন।
অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় দুইটি ছবি শেয়ার করেন যার একটি তাঁর বাবার ও অপরটি হল তাঁর মেয়ের লেখা একটি মিষ্টি কার্ডের। অপরিণত হাতের লেখায় সেই চিঠিতে বাবা বিরাট কোহলির উদ্দেশে মিষ্টি একটি বার্তা লেখে বিরুষ্কার মেয়ে ভামিকা। সেই কার্ডে বিরাটের উদ্দেশ লেখা, 'ওঁকে আমার ভাইয়ের মতো দেখতে। ওঁ খুব মজাদার, আমায় সুড়সুড়ি দেয়। আমার সঙ্গে মেক আপ করার খেলা খেলে। আমি ওঁকে অনেক ভালবাসি এবং ওঁ আমায় এতটা ভালবাসে। হ্যাপি ফাদার্স ডে।'
এই বিশেষ বার্তার পরে নীচে ভামিকা নীচের নাম ও একটি হৃগয়ের ইমোজি দিয়ে কার্ডটা শেষ করে। এই মিষ্টি ও আবেগঘন দুই ছবির ক্য়াপশনে অনুষ্কা লেখেন, 'যে প্রথম পুরুষকে আমি ভালবেসেছিলাম এবং যাকে আমাদের মেয়ে সর্বপ্রথম ভালবেসেছে এটা তাঁদের উদ্দেশে। বিশ্বের সকল সুন্দর বাবাদের হ্যাপি ফাদার্স ডে।'
View this post on Instagram
তবে ফাদার্স ডেতে যেখানে বিরাট, অনুষ্কারা মিষ্টি ছবি, সুন্দর বার্তায় দিনটা উদযাপন করছেন, সেখানে নিজের ছেলের থেকে অনেক দূরে বিরাটের প্রাক্তন সতীর্থ শিখর ধবন। তাঁর ও স্ত্রী আয়েষার বিবাহবিচ্ছেদ হয়েছে। বিচ্ছেদের পর শিখরদের ছেলে জোরাভার মায়ের সঙ্গেই থাকেন। এই বিশেষ দিনে ছেলেকে দেখতে না পেয়ে কার্যত ছটফট করছেন শিখর।
এক আবেগঘন পোস্টে ছেলের সঙ্গে একটি ভিডিও শেয়ার করে শিখর নিজেই নিজেকে ফাদার্স ডে-র শুভেচ্ছা জানান। ভারতীয় ক্রিকেটের 'গব্বর' সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আমাকে হ্যাপি ফাদার্স ডে। তোমার জন্য সময় আছি জোরাভার। অনেক ভালবাসা নিয়ে তোমার অপেক্ষায় রয়েছি।' ছেলেকে মিস করে বারংবারই একাধিক ভিডিও, ছবি পোস্ট করতে দেখা যায় শিখরকে। আজও তেমনটাই হল।




















