Virat Kohli: হাতের নাগালে বিরাট, একপ্রকার টেনেহিঁচড়েই সেলফির আব্দার মেটালেন মহিলা ভক্ত
Virat Kohli Video Viral: বিরাট নিউজিল্যান্ড সিরিজের পরই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। স্ত্রী অনুষ্কা শর্মা ও ২ সন্তানকে নিয়ে তাঁর ছবিও ভাইরাল হয়েছিল।
মুম্বই: বর্ডার-গাওস্কর ট্রফির (Border Gavaskar Trophy) দামামা বেজে গিয়েছে। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। পরিবার নিয়েই শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। কিন্তু তার আগে সোশ্যাল মিডিয়ায় বিরাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তাঁকে দেখার জন্য, তাঁর সঙ্গে সেলফি তোলার জন্য এক মহিলা ভক্তের হুড়োহুড়ি। সেখানে দেখা যাচ্ছে রীতিমত সেই মহিলা ভক্তকে বিরাটকে নিয়ে টানাটানি করছেন। যদিও বিরাটকে একেবারেই বিব্রত মনে হয়নি। বরং হাসিমুখে ঠাণ্ডা মাথাতেই সেলফির আব্দার মেটালেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে যে কোনও একটি রেস্টুরেন্ট বা কোথাও এসেছিলেন বিরাট। হয়ত স্ত্রী অনুষ্কাকেও নিয়ে এসেছিলেন তিনি। সেখানে ঢোকার মুখে বেশ ব্যস্ত দেখাচ্ছিল প্রাক্তন ভারত অধিনায়ককে। তাঁর পরনে ছিল লাল টি শার্ট, নীল জিন্স ও মাথায় লাল টুপি। কিন্তু সেই সময়ই এক শাড়ি পরিহিত মহিলাকে দেখা যায় বিরাটের হাত ধরে রীতিমত টেনে তাঁর সঙ্গে সেলফি তোলার আবদার করছেন। প্রথমে একটু অবাক হয়ে গেলেও সঙ্গে সঙ্গেই সেই মহিলার সঙ্গে সেলফি তুলতে রাজি হন কোহলি।
View this post on Instagram
বিরাট নিউজিল্যান্ড সিরিজের পরই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছিলেন। স্ত্রী অনুষ্কা শর্মা ও ২ সন্তানকে নিয়ে তাঁর ছবিও ভাইরাল হয়েছিল। শনিবার রাতে বিরাট তাঁর পরিবারের সঙ্গে বিমানবন্দরে পৌঁছতেই প্রচুর সমর্থক তাঁর সঙ্গে ছবি তোলার জন্য ঘিরে ধরেন। কিন্তু সেই সময় অনুষ্কা তাঁর ২ সন্তানকে নিয়ে বিমানবন্দরের ভেতরে ঢুকে গিয়েছিলেন। এই পরিস্থিতিতে কিছুটা বিরক্তি প্রকাশ করতেও দেখা যায় বিরাটকে।
১০ নভেম্বর ও ১১ নভেম্বর ২ ভাগে ভারতীয় দলের ক্রিকেটাররা অস্ট্রেলিয়া উড়ে যাবেন। কিন্তু তার আগেই কোহলি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে পাড়ি দিলেন। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে মিলিয়ে একটি অর্ধশতরান ছাড়া ঝুলিতে বলার মত কিছুই নেই কোহলির।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার গাওস্কর ট্রফি। পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজের প্রথম ম্য়াচে পারথে মুখোমুখি হতে চলেছে ২ দল। আগের দুবারই টানা এই সিরিজে জয় ছিনিয়ে নিয়েছিল টিম ইন্ডিয়া।