Joe Root: ইংল্যান্ডের প্রথম ব্য়াটার হিসেবে টেস্ট ক্রিকেটে এই অনন্য নজির গড়লেন জো রুট
Joe Root Recod: প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত ১০৬ বলে ৭৩ রানে অপরাজিত থেকে যান রুট। নজিরও গড়ে ফেলেন তিনি।
ওয়েলিংটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলছে ইংল্যান্ড শিবির। সেই ম্য়াচেই অনন্য রেকর্ড স্পর্শ করলেন জো রুট (Joe Root)। ইংল্যান্ডের প্রথম ও বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে টেস্টে ১০০ বার পঞ্চাশ বা তার বেশি রান এক ইনিংসে করার নজির গড়লেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলার সময় এই মাইলস্টোন ছুঁয়েছেন রুট।
প্রথম ইনিংসে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে দিনের খেলা শেষ হওয়ার আগে পর্যন্ত ১০৬ বলে ৭৩ রানে অপরাজিত থেকে যান রুট। আর এর সঙ্গে সঙ্গেই একশোবার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলে ফেলেছেন ডানহাতি ইংরেজ ব্য়াটার। এরমধ্যে ৩৫টি সেঞ্চুরি ও ৬৫টি অর্ধশতরানের ইনিংস রয়েছে। রুটের আগে এই তালিকায় রয়েছেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর। তিনি ১১৯ বার এই নজির গড়েছেন। তার মধ্যে রয়েছে ৫১টি টেস্ট শতরান। অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস। তিনি মোট ১০৩ বার এই নজির গড়েছেন। তার মধ্যে ৪৫টি সেঞ্চুরি রয়েছে। রিকি পন্টিং ৪১টি শতরান হাঁকিয়েছেন। মোট পঞ্চাশ প্লাস স্কোরের সংখ্যা ১০৩ তাঁর ক্ষেত্রেও।
View this post on Instagram
ম্য়াচে প্রথমে ব্যাট করতে নেমে ২৮০ রানে অল আউট হয়ে গিয়েছিল ইংল্যান্ড। জবাবে প্রথম ইনিংসে খেলতে নেমে ১২৫ রানে অল আউট হয়ে যায় কিউয়িরা। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে দিনের শেষে ৩৭৮ রান বোর্ডে তুলেছে ইংল্যান্ড। ইতিমধ্যেই ৫৩৩ রানের বিশাল লিড নিয়ে নিয়েছে ইংল্যান্ড। এখনও টেস্টের তিনদিন বাকি রয়েছে।
এদিকে, বর্ডার গাওস্কর ট্রফির দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ১৫২ রানের লিড নিল অস্ট্রেলিয়া। ভারত প্রথম ইনিংসে ১৮০ রানে অল আউট হয়ে গিয়েছিল। সেই ইনিংসে মিচেল স্টার্ক একাই ৬ উইকেট নিয়েছিলেন। ভেঙে দিয়েচিলেন ভরতীয় ব্য়াটিংয়ের মেরুদণ্ড। জবাবে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অল আউট হল ৩৩৭ রানে। ভারতীয় বােলারদের মধ্যে বুমরা ও সিরাজ ৪টি করে উইকেট পান। ১টি করে উইকেট পান নীতিশ রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন: রোহিতদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়ালেন সেই হেড, অ্য়াডিলেডে হাঁকালেন অনবদ্য সেঞ্চুরি