Indian Cricket Team: পেস বোলারদের সঠিকভাবে গড়তে পারলে, আগামী পাঁচ-ছয় বছরে ক্রিকেট বিশ্বের রাজ করবে ভারত: শাস্ত্রী
Ravi Shastri On Indian Cricket: ভারতীয় দলে ফাস্ট বোলারদের একটা বিরাট পুল ছিল। সেখানে ছিলেন মহম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।

মুম্বই: ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই আগামী পাঁচ-ছয় বছর রাজ করার ক্ষমতা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team)। যদি ভারতের পেস অ্যাটাকের রিজার্ভ বেঞ্চ শক্তিশালী থাকে, তবে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে সব মেজর টুর্নামেন্টেই জিততে পারবে টিম ইন্ডিয়া। প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যখন ভারতীয় ক্রিকেট দলের কোচ ছিলেন, তখন ভারতীয় দলে ফাস্ট বোলারদের একটা বিরাট পুল ছিল। সেখানে ছিলেন মহম্মদ শামি, উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, জসপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজ।
এক সাক্ষাৎকারে শাস্ত্রী জানিয়েছেন, ''আমার মনে হয় ভারতীয় ক্রিকেট ম্য়ানেজমেন্ট যদি পেস বোলারদের গড়ে ওঠার পেছনে সঠিক সিদ্ধান্ত ও পদক্ষেপ নেয় তাহলে ভারতীয় ক্রিকেট অনেক উন্নতি করবে। অনেকগুলো জায়গা মেরমত করার আছে। আর সেই জায়গাগুলো ঠিক করে শুধরে নিতে পারলে তিন ফর্ম্য়াটের ক্রিকেটেই বিশ্বকাপ জেতার পরিস্থিতি তৈরি হবে। সাদা বলের ক্রিকেটের ভারতীয় দল অনেক শক্তিশালী। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তারা। আগামী ৬-৭ বছরে আরও অনেকগুলো ট্রফি ঘরে তুলবে ভারত।''
তিরাশির বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অলরাউন্ডার এরপরই বলেন, ''টেস্টে যদি এক নম্বর স্থান ধরে রাখতে হয়, তাহলে কিন্তু ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট নিয়ে ভাবতেই হবে। যদি রিজার্ভ বেঞ্চকেও আমরা শক্তিশালী করে তুলতে পারি, তবে আগামী পাঁচ-ছয় বছরে বিশ্ব ক্রিকেটে রাজ করবে ভারত। আরও অনেক টুর্নামেন্ট জিততে পারবে। শুধু দেশের মাটিতেই নয়, বিদেশের মাটিতেও দাপট দেখাবে ভারতীয় ক্রিকেট দল।''
ইংল্যান্ড সফরে সুযোগ না পাওয়া নিয়ে ক্ষুব্ধ নন কুলদীপ
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ হয়েছিল। সেই সিরিজে রিজার্ভ বেঞ্চেই বেশিরভাগ সময়টা কেটেছে কুলদীপ যাদবের। দলের ব্যাটিং গভীরতা বাড়ানোর জন্যই তাঁর দলে সুযোগ হয়নি বলে কোচ গৌতম গম্ভীর সাফ জানিয়ে দিয়েছিলেন। তবে সেই নিয়ে অসন্তুোষ প্রকাশ করার বদলে সেই সুযোগকে কাজে লাগিয়েছেন কুলদীপ। তাঁর মতে, 'ইংল্যান্ডে পরিবেশ এবং দলের ভারসাম্য বজায় রাখতে গিয়ে আমার জায়গা হয়নি। তবে ওইটা আমার নিজের ফিটনেস উন্নতির জন্য, বোলিং অনুশীলন করার জন্য যথেষ্ট সময় দেয়। খেলোয়াড় হিসাবে মাঠের বাইরে বসে থাকাটা অনেক কিছু শেখায়। নির্দিষ্ট পরিস্থিতিতে দল কীভাবে খেলছে, আমি থাকলে কী করতে পারতাম, এইসব বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়।'




















