Indian Football Team:ভারতীয় দলের হেডস্যার হচ্ছেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ! লিস্টনদের দায়িত্ব হতে আগ্রহী ট্রেভর মর্গ্যান?
Indian Football Team: বর্তমানে ভারতীয় দলের নিয়মিত সদস্য নিখিল পূজারি, গুরপ্রীত সিং সান্ধুরা নিজেদের কেরিয়ারের শুরুর দিকে ট্রেভর মর্গ্যানের তত্ত্বাবধানে খেলেছেন।
নয়াদিল্লি: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভারতীয় দল তৃতীয় রাউন্ডে পৌঁছতে ব্যর্থ হওয়ার পরেই ব্লু টাইগার্সের হেড কোচের পদ থেকে বরখাস্ত করা হয় ইগর স্তিমাচকে (Igor Stimac)। ইতিমধ্যেই ভারতীয় দলের পরবর্তী কোচের জন্য আবেদনপত্র জমা দেওয়ার ডাক দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)। খবর অনুযায়ী, ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) কোচের পদে আবেদনপত্র জমা দিয়েছেন ট্রেভর জেমস মর্গ্যান (Trevor James Morgan)।
এই শতকে ইস্টবেঙ্গলের সফলতম কোচেদের প্রসঙ্গ উঠে আসলে ট্রেভর মর্গ্যানের নাম চর্চায় উঠে আসতে বাধ্য। বছর চারেক ইস্টবেঙ্গল কোচ থাকার সুবাদে তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে পরিচিত। নিখিল পূজারি, গুরপ্রীত সিং সান্ধুরা নিজেদের কেরিয়ারের শুরুর দিকে তাঁর তত্ত্বাবধানে খেলেওছেন। তাঁর ভারতীয় ফুটবল দলের প্রধান কোচের ভূমিকায় তাঁর আবেদনপত্র জমা দেওয়াতে কিন্তু কেউই অবাক হবেন না।
২০১০ সালে ভারতীয় ফুটবলের সঙ্গে প্রথম পরিচয় ঘটে ট্রেভর মর্গ্যানের। সেই বছরই ইস্টবেঙ্গলের দায়িত্ব নেন ব্রিটিশ কোচ। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাওয়া লাল হলুদ শিবিরকে শুধু স্থিরতা প্রদান করাই নয়, একাধিক ট্রফিও এনে দেন মর্গ্যান। ২০১২-১৩ সালে কলকাতা ডার্বি জিতে ইস্টবেঙ্গলকে বিদায় জানান তিনি। ডার্বি জয়ের দিন মর্গ্যানকে রোখার জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের আবেদন, অনুরোধ দেখেই, তাঁর জনপ্রিয়তা এবং সাফল্য, উভয়েই বোঝা যায়।
ইস্টবেঙ্গল ছেড়ে তিনি ডেভিড জেমসের সহকারী হিসাবে কেরল ব্লাস্টার্সে যোগ দেন। ডেম্পোর কোচ হিসাবেও স্বল্প সময় দায়িত্ব পালন করেন মর্গ্যান। ২০১৬ সালে ইস্টবেঙ্গল কোচ হিসাবে প্রত্যাবর্তনও ঘটিয়েছিলেন তিনি। ২০২২ সালের পর থেকে ট্রেভর মর্গ্যান অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব ২০ দলের দায়িত্বে ছিলেন। তবে এবার তিনি ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব নিতে আগ্রহী।
ট্রেভর মর্গ্যানের পাশাপাশি ভারতীয় কোচ হওয়ার দৌড়ে পাঞ্জাব এফসির বর্তমান কোচ স্টাইকোস ভার্জেটিস, বেঙ্গালুরু এফসির কোচ সাইমন গ্রেসনের নামও রয়েছে। গ্রেসনের সঙ্গে ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের আলোচনাও হয়েছে বলে খবর। ফেডারেশনের নাকি এমন এক কোচকে দায়িত্ব দিতে আগ্রহী যিনি ভারতীয় ফুটবল প্রসঙ্গে অবগত। এবার দেখার শেষমেশ কার হাতে ব্লু টাইগার্সদের ব্যাটন উঠে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ পাবেন কুলচা? ম্যাচের আগে কী বললেন কোচ দ্রাবিড়?