Indian A Team: গম্ভীর নন, প্রাক্তন এই ক্রিকেটার ভারতীয় এ দলের কোচ হয়ে ইংল্যান্ডে যাচ্ছেন
IND vs ENG: তার আগে এই দুটো প্রথম শ্রেণির ম্য়াচ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই দুটো ম্যাচে পারফরম্য়ান্সের ভিত্তিতেই সিনিয়র দলেও ঢুকে পড়তে পারেন অনেকেই।

মুম্বই: ভারতীয় এ দলের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বে দুটো প্রথম শ্রেণির ম্য়াচ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় এ শিবির। কিন্তু সেই দলের কোচ হিসেবে গৌতম গম্ভীর (Gautam Gambhir) নন। দেখা যাবে অন্য এক প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে। সূত্রের খবর, বিসিসিআই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হৃশিকেষ কানিতকরকে কোচ হিসেবে ইংল্যান্ডে পাঠাচ্ছে। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে দুটো প্রথম শ্রেণির ম্য়াচের প্রথমটি শুরু হতে চলেছে আগামী ৩০ মে থেকে।
আগামী ২০ জুন থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্য়াচের টেস্ট সিরিজ। তার আগে এই দুটো প্রথম শ্রেণির ম্য়াচ ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই দুটো ম্যাচে পারফরম্য়ান্সের ভিত্তিতেই সিনিয়র দলেও ঢুকে পড়তে পারেন অনেকেই। কানিতকর টেস্ট ও ওয়ান ডে ফর্ম্য়াটে দেশের জার্সিতে প্রতিনিধিত্ব করেছেন। ঘরোয়া ক্রিকেটে আট হাজারের ওপর রান রয়েছে তাঁর। ভারতীয় ক্রিকেটের সঙ্গে কোচিং স্টাফ হিসেবে দীর্ঘদিন ধরেই জড়িত তিনি। ভিভি এস লক্ষ্মণের সঙ্গে কাজও করেছেন সহকারী হিসেবে।
আইপিএলে কোচি টাস্কার্সের সঙ্গেও কাজ করেছেন। এছাড়া মহারাষ্ট্র ঘরোয়া দলের প্লেয়ার তুলে আনার ক্ষেত্রে হৃশিকেষের অবদান বিশাল। ক্ষুরধার মস্তিষ্ক ও প্লেয়ার চেনার অগাধ অভিজ্ঞতার জন্য়ই সমাদর পেয়েছেন বারবার। বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে ভারতীয় দলের জন্য আসন্ন ইংল্যান্ড সফর বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে। এই পরিস্থিতিতে হৃশিকেষ কীভাবে তরুণ ভারতীয় এ দলকে চালনা করেন, তা দেখার।
ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের এ দল
অভিমন্যু ঈশ্বরণ (অধিনায়ক) (Abhimanyu Easwaran), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal), করুণ নায়ার (Karun Nair), ধ্রুব জুরেল (Dhruv Jurel) (সহ অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy), শার্দুল ঠাকুর (Shardul Thakur), ঈশান কিষাণ (Ishan Kishan) (উইকেটকিপার), মানব সুতার (Manav Suthar), তনুশ কোটিয়ান (Tanush Kotian), মুকেশ কুমার (Mukesh Kumar), আকাশ দীপ ( Akash Deep), হর্ষিত রানা (Harshit Rana), অংশুল কম্বোজ (Anshul Kamboj), খলিল আমেদ (Khaleel Ahmed), রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), সরফরাজ খান (Sarfaraz Khan), তুষার দেশপাণ্ডে (Tushar Deshpande) ও হর্ষ দুবে (Harsh Dubey) ।
প্রথম শ্রেণির দুটি ম্যাচ খেলা হবে ক্যান্টারবেরি ও নর্দাম্পটনে । শেষ ম্যাচটি হবে ভারতের সিনিয়র দলের সঙ্গে ভারত এ দলের ।




















