Irfan Pathan: পরিকাঠামোর অভাব, জম্মু কাশ্মীরের ক্রিকেটের উন্নতির স্বার্থে বোর্ডের নজর কাড়লেন পাঠান
Pathan On Jammu Kashmir Cricket: আব্দুল সামাদ, উমরান মালিকদের উঠে আসার পেছনে ইরফান পাঠানের অবদানের কথা সবাই জানেন। এবার ফের একবার জম্মু কাশ্মীরের ক্রিকেট নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় পেসার।

শ্রীনগর: এর আগেও তাঁর তত্ত্বাবধানে জম্মু কাশ্মীর থেকে উঠে এসেছেন অনেক ক্রিকেটার। আব্দুল সামাদ, উমরান মালিকদের উঠে আসার পেছনে ইরফান পাঠানের অবদানের কথা সবাই জানেন। এবার ফের একবার জম্মু কাশ্মীরের ক্রিকেট নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় পেসার। শ্রীনগরে এক ক্রিকেট লিগের উদ্বোধনী অনুুষ্ঠানে উপস্থিত থেকে সেখানকার প্রতিভাদের জন্য় গলা ফাটলেন পাঠান।
এক সাক্ষাৎকারে পাঠান বলেন, ''আমি দেখেছি নিজের চোখে একজন বাঁহাতি পেসার রয়েছে কুপওয়ারার ও কিছু ছেলে রয়েছে বারামুল্লাহর। ওরা প্রত্যেকে কিন্তু দুর্দান্ত ২২ গজে। কিন্তু একমাত্র উন্নত পরিকাঠামোর অভাব রয়েছে। ঠিক মত অনুশীলনের সুবিধে পায় না ওরা। যার খেসারত দিতে হয় ওদের প্রত্যেক মুহূর্তে।''
EVCL--যে টুর্নামেন্টের উদ্বোধনে এসেছিলেন পাঠান তা সম্পর্কে বলতে গিয়ে প্রাক্তন অলরাউন্ডার বলেন, ''এটা শুধু একটা টুর্নামেন্ট নয়। এখান থেকে অনেকের জীবন বদলে যেতে পারে। অভিজ্ঞ ও নতুন প্লেয়াররা একসঙ্গে খেলবে। ঘরোয়া ক্রিকেট খেলা প্লেয়ারদের সান্নিধ্যে নতুন প্লেয়াররা থাকবে। অনেক কিছু শিখতে পারবে তারা।'' উল্লেখ্য, জম্মু কাশ্মীর ক্রিকেট অ্য়াসোসিয়েশনের মেন্টর হিসেবে কাজ করেছিলেন পাঠান বেশ কিছুদিন।
কিছুদিন আগেই ইরফান পাঠানের ওই বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে চাঁদের হাঁট দেখা গিয়েছিল। হাজির ছিলেন বলি অভিনেতা আমির খানের প্রাক্তন দুই স্ত্রী কিরণ রাও ও রীনা দত্ত ও! বিবাহবিচ্ছেদ হওয়ার পরেও যে আমিরের সঙ্গে কিরণ ও রীনার সুসম্পর্ক রয়েছে সেই কথা সর্বজন বিদিত। সদ্যই মেয়ের বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন আমির খান। সেখানে তাঁকে দেখা গিয়েছিল প্রথম স্ত্রী রীনার পাশেই। সেই অনুষ্ঠানে এসেছিলেন কিরণ রাও ও। কিরণ তো বিচ্ছেদের পরে আমিরের সঙ্গে কাজ পর্যন্ত করেছেন। গতবার আমিরের জন্মদিনেও তাঁর পাশে ছিল কিরণ ই। নিজের হাতে কেক কেটে খাইয়ে দিয়েছিলেন আমিরকে। তবে এবার অভিনেতার জন্মদিনে তাঁর পাশে থাকলেন কিরণ না, গৌরী। আর ইরফান খানের বিবাহবার্ষিকীর যে ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, এই অনুষ্ঠানে হাজির রয়েছেন কিরণ ও রীনা ও। অর্থাৎ একই অনুষ্ঠানে আমিরের সঙ্গে হাজির ছিলেন গৌরী। সেখানে ছিলেন কিরণ ও রীনাও। এই ভিডিও দেখে অনেকেই মনে করছেন, তাহলে বোধহয় কিরণ ও রীনার সঙ্গেও গৌরীর ভালই সম্পর্ক।
আরও পড়ুন: জাতীয় দল থেকে ছাঁটাই হয়েছে, আইপিএলে এবার এই দলে যোগ দিতে পারেন নায়ার




















