IND vs ENG: টেস্টে দুরন্ত অভিষেক, তবুও এই তরুণ ক্রিকেটারকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে চাইছেন না বাঙ্গার
Bangar On Nitish: কিন্তু দলের খারাপ পারফরম্যান্সের মধ্যেও উজ্জ্বল রেড্ডির পারফরম্য়ান্স। তিনি ৩৭.২৫ গড়ে মোট ২৯৮ রান করেছেন ৯ ইনিংসে। এমনকি বল হাতে উইকেটও নিয়েছেন।

মুম্বই: অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট অভিষেক। আর অভিষেক সিরিজেই দুরন্ত শতরান হাঁকিয়ে সবার নজর কেড়ে নিয়েছিলেন নীতীশ রেড্ডি। কিন্তু তরুণ এই অলরাউন্ডার আদৌ কতটা টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে সাফল্য পাবেন, তা নিয়ে সন্দিহান সঞ্জয় বাঙ্গার। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটার মনে করেন নীতীশ মূূলত বিদেশের মাটিতে টেস্ট ফর্ম্য়াটের জন্যই অটোমেটিক চয়েস হতে পারেন।
গত বর্ডার গাওস্কর ট্রফিতে ভারত ১-৩ ব্যবধানে হেরে গিয়েছিল। কিন্তু দলের খারাপ পারফরম্যান্সের মধ্যেও উজ্জ্বল রেড্ডির পারফরম্য়ান্স। তিনি ৩৭.২৫ গড়ে মোট ২৯৮ রান করেছেন ৯ ইনিংসে। এমনকি বল হাতে পাঁচটি উইকেটও তুলে নিয়েছিলেন তিনি। নির্বাচকদের আস্থা অর্জন করে নিয়েছেন নীতীশ। তাই তাঁকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ফর্ম্য়াটের জন্যও ভাবা হচ্ছে। বাঙ্গারকে প্রশ্ন করা হয়েছিল সাদা বলের ফর্ম্য়াটে কতটা প্রভাব ফেলতে পারবেন নীতীশ? প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলছেন, ''নীতীশের কেরিয়ারের একেবারে শুরুর সময় এটা। যদি গত ১০-১২ বছরের হিসেব দেখি, তবে ভাবতে হবে এই পজিশনে কে দলের হয়ে পারফর্ম করেছেন বারবার। আমার মাথায় ইরফান পাঠানের নাম আসছে সবার আগে। ওঁ এমন একজন ক্রিকেটার যে নতুন বলেও দায়িত্ব নিতে পারত। উইকেট তুলত। আবার ব্যাট হাতেও দলের প্রয়োজনে বারবার রান করেছে।''
বাঙ্গার আরও বলেন, ''ইরফান অনূর্ধ্ব ১৯ দল থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছিল। কিন্তু নীতীশের ক্ষেত্রে তেমনটা হয়নি। ও সেই বয়সটাও পেরিয়ে এসেছে। আমি ওকে দেখে এটাই মনে করি যে বিদেশের মাটিতে টেস্ট সিরিজের জন্য নীতীশ দলের অন্যতম নির্ভরযোগ্য প্লেয়ার। কিন্তু দেশের মাটিতে টেস্ট হোক বা ওয়ান ডে ফর্ম্য়াট ও টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ও কতটা দলে জায়গা করে নিতে পারবে, আমার সন্দেহ আছে।''
ইতিমধ্যেই টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয়ে গিয়েছে নীতীশের। গত অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন তিনি। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য সুযোগ পাননি দলে।
বক্সিং ডে টেস্টে শতরান হাঁকিয়েছিলেন নীতীশ রেড্ডি। শতরানের পর নীতীশের সেলিব্রেশনের সঙ্গে কেউ 'বাহুবলি', তো কেউ 'সালার' সিনেমার মিল খুঁজে পেয়েছেন। তবে অর্ধশতরানের পর তিনি যে অল্লু অর্জুনের বিখ্যাত সিনেমা পুষ্পার (Pushpa) একটি সিগনেচার মুভ করেন, তা স্পষ্ট। নীতীশের সেই সেলিব্রেশন দেখে নিজেদের প্রতিক্রিয়া দেয় পুষ্পা সিনেমার দলও। 'আসালুথাগ্গেলে' হ্যাশট্যাগ দিয়ে নীতীশের সেলিব্রেশনের ভিডিও শেয়ার করে পুষ্পা ২-র দল। পুষ্পার দলের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, 'নিঃসন্দেহে এক আগুনে ইনিংস খেলেছ। তোমার প্রথম টেস্ট শতরানের জন্য অভিনন্দন।'
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
