Ravichandran Ashwin: অভিষেকের আগেই ধাক্কা, আর বিগ ব্যাশে খেলা হচ্ছে না বিশ্বজয়ী ভারতীয় তারকার
Big Bash 2025: এদিন অশ্বিন একটি বিবৃতি দিয়েছেন। সেখানে নিজের বিগ ব্যাশ থেকে চোটের জন্য় ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন তারকা স্পিনার।

চেন্নাই: বিগ ব্যাশে খেলার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই মত সিডনি সিক্সার্স তাঁকেও দলেও নিয়েছিল। প্রথম ভারতীয় ক্রিকেট তারকা হিসেবে বিগ ব্যাশে খেলার সুযোগ ছিল। কিন্তু তার আগেই ধাক্কা। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার্সের জার্সিতে আসন্ন মরশুমে আর খেলা হচ্ছে না রবিচন্দ্রন অশ্বিনের। চোটের জন্য বিগ ব্যাশ লিগ খেলা থেকে ছিটকে গেলেন তারকা বিশ্বজয়ী অফস্পিনার।
এদিন অশ্বিন একটি বিবৃতি দিয়েছেন। সেখানে নিজের বিগ ব্যাশ থেকে চোটের জন্য় ছিটকে যাওয়ার কথা জানিয়েছেন তারকা স্পিনার। সেখানে নিজেই অশ্বিন বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, হাঁটুর চোটের জন্য বিগ ব্যাশের আসন্ন মরশুমে সিডনি থান্ডারের জার্সিতে খেলবেন না। প্রস্তুতির সময় হাঁটুতে চোট পান। চিকিৎসক জানিয়েছেন, তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে। তার জন্য়ই বিগ ব্যাশে অভিষেকের আগই ছিটকে গেলেন অশ্বিন। তারকা স্পিনার জানিয়েছেন, ''বিগ ব্যাশ খেলতে না পেরে অত্যন্ত হতাশ। এখন আমি সুস্থ হওয়ার দিকে মন দিয়েছি। আগের থেকেও তরতাজা হয়ে ফিরতে চাই। সিডনি থান্ডার যে বিশ্বাস ও ভালবাসা আমার উপর দেখিয়েছে তার প্রতিদান দিতে চাই। যদি রিহ্যাব ভাল হয় তো মরসুমের শেষ দিকে সিডনি যাব। সেখানে দলের ক্রিকেটার ও সমর্থকদের সঙ্গে দেখা করব। থান্ডারকে শুভেচ্ছা।''
View this post on Instagram
আগামী ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত চলবে বিগ ব্যাশ লিগ। অশ্বিন গত বছর অস্ট্রেলিয়া সফরের সময়ই আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন। আর এই বছর আইপিএল থেকেও সরে দাঁড়িয়েছেন।
হরমনপ্রীতদের দরাজ সার্টিফিকেট অশ্বিনের
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার জানিয়েছেন, ''ভারতীয় মহিলা ক্রিকেট দল যে বিশ্বকাপ জিতেছে, তা আমাদের দেশের জেতা যে কোনও বিশ্বকাপ ট্রফি বা যে কোনও টুর্নামেন্টের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জয় দেশে মেয়েদের ক্রিকেটকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। আজকের মত দেশের অনেক কচিকাঁচা মেয়েরা ক্রিকেটকে কেরিয়ার হিসেবে বেছে নিতে চাইবে। উদ্বুদ্ধ হবে এই জয় থেকে।'' নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন আরও বলেন, ''এই জয় দেশের মানুষের ভাবমূর্তি অনেক বদলে দেবে। মেয়েদের নিয়ে মনোভাব আরও বদলাবে এই জয়ের ফলে।''



















