ODI World Cup 2023: বিশ্বকাপের জন্য রশিদ খানদের মেন্টর নিযুক্ত হলেন ভারতীয় প্রাক্তনী
Ajay Jadeja: এর আগে ২০১৫ সালে দিল্লি ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেছেন অজয় জাডেজা।
নয়াদিল্লি: আর মাত্র দিন দু'য়েকের অপেক্ষা। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের (ODI World Cup 2023) আসর। ইতিমধ্যেই সব দল ভারতে চলে এসেছে। চলছে প্রস্তুতি পর্বের ম্যাচও। এরই মাঝে আফগানিস্তান দলের (Afghanistan Cricket Team) সঙ্গে যুক্ত হলেন ভারতীয় প্রাক্তনী। আসন্ন বিশ্বকাপে রশিদ খানদের মেন্টরের দায়িত্ব দেওয়া হল অজয় জাডেজাকে (Ajay Jadeja)।
এসিবির তরফে এই সিদ্ধান্তের কথা জানিয়ে লেখা হয়, 'এসিবির (আফগানিস্তান ক্রিকেট বোর্ড) তরফে প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা মিডল অর্ডার ব্যাটার অজয় জাডেজাকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-র জন্য আফগান দলের মেন্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে।' এদিন আফগানিস্তান ক্রিকেট দলের সোশ্যাল মিডিয়ায় দলের অনুশীলনের বেশি কিছু ছবি আপলোড করা হয় যেখানে রশিদ খানদের সঙ্গে অনুশীলনে জাডেজাকেও উপস্থিত থাকতে দেখা যায়।
🚨 NEWS 🚨
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 2, 2023
ACB Appointed former Indian Captain and middle-order batter Ajay Jadeja as AfghanAtalan's Mentor for the ICC Men’s Cricket World Cup 2023.
More 👉: https://t.co/sm5QrShfTq pic.twitter.com/uEJASEUqzd
জাডেজা কিন্তু দীর্ঘদিন ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে জাডেজা ১৫টি টেস্ট এবং ১৯৬টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন। ১৯৯৬ ও ১৯৯৯ সালে আয়োজিত দুই বিশ্বকাপেও ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নেমেছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলিয়ে জাডেজা মোট ৫৯৩৫ রান করেছেন, নিয়েছেন ২০টি উইকেট। ব্যাট হাতে ছয়টি শতরান ও ৩৪টি অর্ধশতরান করারও কৃতিত্ব রয়েছে তাঁর দখলে।
জাডেজা কিন্তু এই প্রথমবার কোনও দলের কোচের দায়িত্ব পেলেন না। এর আগে ২০১৫ সালে দিল্লি ক্রিকেট দলের কোচের দায়িত্বও সামলেছেন ভারতীয় প্রাক্তনী। এবার দেখার জাডেজার উপস্থিতি এবং ভারতীয় পরিবেশ সম্পর্কে তাঁর জ্ঞান বিশ্বকাপে আফগানিস্তান দলকে কতটা সাহায্য করে। ৭ অক্টোবর আরেক এশিয়ান দল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবেন রশিদরা। ধর্মশালায় আয়োজিত হবে সেই ম্যাচ।
তবে মেগা টুর্নামেন্ট শুরুর আগে আফগানরা ৩ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিরুঅনন্তপুরমে আয়োজিত তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছিল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগে পুরোদমে অনুশীলন সারলেন ভারতীয় তারকারা