IND vs ENG: করুণের প্রতি আস্থা নেই, সুদর্শনকে দলে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় উইকেট কিপার
Karun Nair: প্রায় আট বছর পর ভারতীয় দলে ফিরেছেন। টেস্ট ক্রিকেটে ফিরেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টেই একাদশে ছিলেন করুণ। কিন্তু শুরুটা ভাল করেও একেবারেই বড় ইনিংস খেলতে পারছেন না।

ম্যাঞ্চেস্টার: চতুর্থ টেস্টে ভারতীয় একাদশে একটি পরিবর্তন চাইছেন দীপ দাসগুপ্ত। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন উইকেট কিপার ব্য়াটার চাইছেন ম্যাঞ্চেস্টারে ভারতীয় একাদশে সাই সুদর্শনকে যেন ফেরানো হয়। তিনি চাইছেন প্রথম একাদশে করুণ নায়ারকে বসিয়ে সুদর্শনকে খেলানো যেতে পারে। লর্ডসে তৃতীয় টেস্টে ২২ রানে হেরে গিয়েছে ভারত। সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে এই মুহূর্তে টিম ইন্ডিয়া।
প্রায় আট বছর পর ভারতীয় দলে ফিরেছেন। টেস্ট ক্রিকেটে ফিরেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টেই একাদশে ছিলেন করুণ। কিন্তু শুরুটা ভাল করেও একেবারেই বড় ইনিংস খেলতে পারছেন না। বারবার ব্যর্থ হতে হচ্ছে করুণকে। অন্য়দিকে সাই সুদর্শনের টেস্ট অভিষেক হয়েছিল লিডসে। কিন্তু সেই ম্য়াচে রান পাননি সুদর্শন। পরের দুটো টেস্টে রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয়েছে বাঁহাতি ব্যাটারকে। দীপ বলছেন, ''ম্যাঞ্চেস্টার টেস্টে যদি একটি পরিবর্তন হয় ভারতীয় দলে, তবে সেটি হওয়া উচিৎ করুণ নায়ারের পরিবর্তে সাই সুদর্শন। কারণ করুণ এতগুলো সুযোগ পেয়েও কিছু করতে পারছে না। ও সব ইনিংসেই ভাল শুরু করেও শেষ পর্যন্ত বড় রান করতে ব্যর্থ হয়েছে। ক্রিজে একেবারেই স্বাচ্ছন্দ্যে মনে হয়নি করুণকে।''
দীপ আরও বলেন, ''সাই সুদর্শন এখন তরুণ একজন প্লেয়ার। ওকে যদি দলে নেওয়া হয়ে থাকে, তবে ওকে খেলানো উচিৎ। তাছাড়া করুণ সুযোগের সদ্বব্যবহার করতে পারছে না। সুযোগ পেয়েও বড় রান তুলতে পারছে না। আবার কখন ইংল্যান্ডে সিরিজ খেলতে আসা হবে, তা জানা নেই। তাই বাকি দুটো টেস্টে সুদর্শনকে সুযোগ দেওয়া হোক।''
এদিকে, চতুর্থ টেস্টের আগেই ভারতীয় দলকে হুঁশিয়ারি দিলেন জোফ্রা আর্চার। জোফ্রা এক সাক্ষাৎকারে বলছেন, ''আমি কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছি। এই সিরিজে খেলার আগে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। প্রচুর অনুশীলন ও প্রচুর রিহ্যাব করতে হয়েছে। গত এক, দেড় বছর ধরে কখনও কখনও চোট আমার খেলায় বাধ সেধেছে। কিন্তু আমি চেষ্টা করে গিয়েছি মাঠে ফিরে নিজের সেরাটা দেওয়ার। আমি পরের দুটো ম্য়াচও খেলতে চাই। যদি দল আমার প্রয়োজনীয় বোধ করে তবে নিজের সেরাটা দিতে চাই পরের দুটো টেস্টেও। সিরিজটা আমি যে কোনওভাবে জিততে মরিয়া।'' লর্ডস টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে বল হাতে একাই গিলদের ব্য়াটিং লাইন আপকে ভেঙেছিলেন আর্চার।




















