Rishabh Pant: ২২ গজে ফেরার প্রস্তুতি শুরু, রঞ্জি ট্রফিতে খেলতে দেখা যাবে পন্থকে?
Rishabh Pant Update: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ প্রথম টেস্টে দেখা যায়নি পন্থকে। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে প্রথম একাদশে খেলতে দেখা যাচ্ছে। তবে পন্থকে ফের ২২ গজে দেখা যাবে রঞ্জির মঞ্চেই।

নয়াদিল্লি: আগামী ২৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে রঞ্জির দ্বিতীয় পর্ব। সেখানেই খেলতে দেখা যাবে হয়ত ঋষভ পন্থকে। দিল্লির জার্সিতে খেলতে দেখা যেতে পারে বাঁহাতি উইকেট কিপার ব্যাটারকে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ চলার সময় সেখানেই পায়ে চোট পেয়েছিলেন পন্থ। সিরিজের শেষ টেস্টে খেলতেই পারেননি তিনি। এরপর থেকেই ২২ গজের বাইরে রয়েছেন পন্থ। এশিয়া কাপেও পন্থকে দেখা যায়নি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ প্রথম টেস্টে দেখা যায়নি পন্থকে। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে প্রথম একাদশে খেলতে দেখা যাচ্ছে। তবে পন্থকে ফের ২২ গজে দেখা যাবে রঞ্জির মঞ্চেই। দিল্লির জার্সিতে খেলতে দেখা যাবে তাঁকে।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং করার সময় ক্রিস ওকসের বলে শট খেলতে গিয়ে নিজের পায়ে আঘাত পান পন্থ। খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ছাড়তে দেখা যায় বাঁহাতি উইকেট কিপার ব্য়াটারকে। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সলেন্সে নিজের রিহ্যাব সাড়ছিলেন পন্থ। আগামী ১৫ তারিখ হায়দরাবাদের বিরুদ্ধে রঞ্জিতে দ্বিতীয় পর্বে নিজেদের অভিযান শুরু করছে দিল্লি। সেই ম্য়াচেও দেখা যেতে পারে পন্থকে।
ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ৪ ম্য়াচে মোট ৪৭৯ রান করেছিলেন। ঝুলিতে ছিল দুটো সেঞ্চুরি ও তিনটি অর্ধশতরান। ষষ্ঠ সর্বাধিক রান সংগ্রহকারী হিসেবে ইংল্যান্ড সিরিজে জায়গা করে নিয়েছেন পন্থ।
পন্থ দীর্ঘদিন ধরে চোটের সঙ্গে লড়াই করছেন। প্রথমে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা। মাঠে ফিরলেও ফের পায়ের পাতা ভেঙে মাঠের বাইরে তিনি। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে খেলতে পারছেন না। তবে নিজের জন্মদিনের অনুষ্ঠানে ঋষভ পন্থ মাঠে ফিরেছেন। মাঠের জিমেও ওয়ার্কআউট করছেন। পন্থ তাঁর জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। পন্থ তাঁর বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করেছেন। ঋষভ পন্থ ক্রিকেটকে খুব ভালবাসেন এবং এই খেলোয়াড় তাঁর খেলাটি বেশ পছন্দ করেন। পন্থের ক্রিকেটের প্রতি আবেগ তাঁর ভয়ানক সড়ক দুর্ঘটনার পরেও দেখা গিয়েছে। পন্থ সেই দুর্ঘটনার পর থেকে নিয়মিত অনুশীলন করে দ্রুত টিম ইন্ডিয়ায় ফিরতে পেরেছিলেন। পন্থ আবারও ইংল্যান্ড সফরে আহত হন এবং তাঁর পায়ের বুড়ো আঙুলে ফ্র্যাকচার হয়। তবে এখন পন্থ আবার দলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।
ঋষভ পন্থ তাঁর জন্মদিনে জিমের সময় কাটানো থেকে শুরু করে কেক কাটার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে পন্থের সঙ্গে তাঁর বন্ধুদের পার্টি করতে দেখা যাচ্ছে। পন্থ এর সঙ্গে তাঁর ব্যাটিং প্যাড এবং জুতো পরে ছবি শেয়ার করেছেন। এরপর পন্থ নেটে ব্যাটিং অনুশীলন করার ছবিও আপলোড করেছেন।




















