Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলেন ইনজামাম উল হক
Inzamam ul Haq: পাকিস্তান ক্রিকেট দলের প্রধান নির্বাচক পদে নিযুক্ত হলেন ইনজামাম উল হক
ইসলামাবাদ: পাকিস্তানের পুরুষ ক্রিকেট দলের (Pakistan Cricket Team) নতুন প্রধান নির্বাচক নির্বাচিত হলেন দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক (Inzamam ul Haq)। সোমবার, ৭ অগাস্টই পাকিস্তান ক্রিকেটের তরফে তাদের সোশ্যাল মিডিয়ায় ইনজামামকে প্রধান নির্বাচক হিসাবে নিয়োগ করার কথা ঘোষণা করা হয়।
নির্বাচক প্রধান ইনজামাম
হারুণ রশিদ গত মাসেই পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। তারপর থেকে এই পদ খালিই ছিল। সেই জায়গাতেই নিযুক্ত হলেন ইনজামাম। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য জাতীয় দলের প্রধান নির্বাচক পদে দায়িত্ব নিলেন ইনজামাম। এর আগে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইনজামাম পাকিস্তানের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। এবার আবার নির্বাচক পদে দায়িত্ব নিলেন তিনি। ইনজামাম গত সপ্তাহেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের টেকনিক্যাল কমিটিতে যুক্ত হয়েছিলেন। তবে জাতীয় নির্বাচকের দায়িত্ব পাওয়ার পর তিনি আর সেই কমিটির অংশ থাকবেন না বলেই শোনা যাচ্ছে।
Former Pakistan captain Inzamam ul Haq has been appointed national men's chief selector. pic.twitter.com/TnPdQaoXvW
— Pakistan Cricket (@TheRealPCB) August 7, 2023
বিশ্বকাপ খেলার ছাড়পত্র
এ বারের ৫০ ওভারের বিশ্বকাপের আসর (CWC 2023) বসবে ভারতে। প্রথমবার গোটা টুর্নামেন্টটিই ভারতে আয়োজিত হবে। এই বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) অংশগ্রহণ করা নিয়ে দীর্ঘদিন ধরেই টালবাহানা চলছিল। তবে অবশেষে সেই সমস্যার সমাধান হল। তবে পাকিস্তান সরকার রবিবার, ৬ অগাস্ট জানিয়ে দিল তাঁরা পাকিস্তান দলকে ভারতে খেলতে পাঠাবে।
ভারত-পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সম্পর্ক একেবারেই ভাল নয়। সেই কারণেই বহু বছর ধরে দুই দেশ কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। ভারত-পাকিস্তান কেবলমাত্র বড় বড় টুর্নামেন্টগুলিতেই মুখোমুখি হয়। ভারতীয় দল পাকিস্তানে এবারের এশিয়া কাপও নিরাপত্তাজনিত কারণে খেলতে যেতে চায়নি। পরে ভেন্যু বদল করা হয়। ভারতের এশিয়া কাপের ম্যাচগুলি আয়োজনের দায়িত্ব পায় শ্রীলঙ্কা। এরপর থেকেই পাকিস্তানের ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে টালবাহনা বৃদ্ধি পায়। তবে শেষমেশ সেই জট কাটল। বিবৃতি দিয়ে পাকিস্তান বিদেশমন্ত্রকের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এই বিবৃতিতে পাকিস্তানের তরফে ভারতীয় দলকে পড়শি দেশে এশিয়া কাপ খেলতে না পাঠানোর সিদ্ধান্তেরও সমালোচনার করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: অ্যারন ফিঞ্চের পর অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পেলেন মিচেল মার্শ