Mohammed Shami: ফের চোট? মহম্মদ শামিকে নিয়ে নতুন করে উদ্বেগের মেঘ ভারতীয় ক্রিকেটমহলে
Indian Cricket Team: সূত্রের খবর, তাঁর হাঁটুতে চোট লেগেছে। যাঁরা নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে শামিকে জাতীয় দলে ফিরতে দেখা যাবে বলে আশায় বুক বেঁধেছিলেন, তাঁরা বেশ উৎকণ্ঠায়।
বেঙ্গালুরু: ভারতের জার্সিতে (Team India) তাঁকে শেষবার বল হাতে দৌড়তে দেখা গিয়েছে গত বছরের ১৯ নভেম্বর। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে।
কবে মাঠে ফিরবেন মহম্মদ শামি (Mohammed Shami)? ফের কবে তাঁর বিষাক্ত রিভার্স স্যুইংয়ে উপড়ে যাবে ব্যাটারদের স্টাম্প?
আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং শুরু করেছেন মহম্মদ শামি। ডানহাতি পেসার সম্প্রতি পরপর দুবার কলকাতায় এসেছিলেন। একবার ইস্টবেঙ্গল ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে। দ্বিতীয়বার সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। শামি জানিয়েছিলেন, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে বোলিং শুরু করেছেন। দ্রুত মাঠে নামবেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফির কয়েকটি ম্যাচ খেলার ইচ্ছাও প্রকাশ করেছিলেন। যে কারণে শামিকে রেখেই বাংলার সম্ভাব্য রঞ্জি দল ঘোষণা করা হয়।
কিন্তু নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ডানহাতি ফাস্টবোলারকে নিয়ে। কারণ, নতুন করে চোট পেয়েছেন শামি। সূত্রের খবর, তাঁর হাঁটুতে চোট লেগেছে। যাঁরা নভেম্বরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে শামিকে জাতীয় দলে ফিরতে দেখা যাবে বলে আশায় বুক বেঁধেছিলেন, তাঁরা বেশ উৎকণ্ঠায়।
সূত্রের খবর, নতুন করে চোট লেগেছে শামির। তাঁর হাঁটু ফুলে রয়েছে বলেও দাবি করছেন কেউ কেউ। নাম প্রকাশ করা যাবে না, এই শর্তে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির সঙ্গে যুক্ত একজন জানিয়েছেন, আপাতত শামিকে আরও ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হতে পারে। যার অর্থ, বছরের শেষে অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাওস্কর ট্রফিতে শামির খেলা নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।
গোড়ালির চোটের জন্য ওয়ান ডে বিশ্বকাপের পরই মাঠের বাইরে যেতে হয়েছিল শামিকে। তাঁর গোড়ালিতে অস্ত্রোপচারও হয়। তারপর সেরে উঠেছিলেন শামি। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চলছিন তাঁর রিহ্যাব। তবে মহম্মদ শামির নতুন করে চোট লেগেছে বলে বোর্ডের কোনও কোনও মহল থেকে দাবি করা হচ্ছে। শোনা যাচ্ছে, ভারতীয় পেসারের হাঁটুতে চোট লেগেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম শামির চোট পর্যবেক্ষণ করছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলে মহম্মদ শামির প্রত্যাবর্তন কিছুটা পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা। শামি ইতিমধ্যে বোলিং শুরু করে দিয়েছেন। যত দ্রুত সম্ভব ভারতীয় ক্রিকেট দলে তিনি আবারও ফিরতে চান বলে জানিয়েছিলেন।