2025 Sports Story: আরসিবির আইপিএল জয়, নীরজের লক্ষ্যপূরণ, এই বছরে যা যা প্রথম হয়েছে ভারতীয় ক্রীড়াক্ষেত্রে
Sports Update: ২০২৪ সাল পর্যন্ত খেতাব জয়ের সুযোগ হয়নি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটির। তবে ২০২৫ সালে রজত পাতিদারের নেতৃত্বে আরসিবি খেতাব জেতে।

বেঙ্গালুরু: চলতি বছরে ক্রীড়াক্ষেত্রে অনেকগুলো নতুন নতুন মুহূর্ত তৈরি হয়েছে। যা এর আগে কখনও হয়নি। তার মধ্য়ে উল্লেখযোগ্য রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথমবার আইপিএল জয় থেকে নীরজ চোপড়ার ৯০ মিটার দূরত্বে জ্যাভলিন ছোড়ার লক্ষ্যপূরণ রয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক ক্রীড়াক্ষেত্রে চলতি বছরই প্রথমবার হওয়া মুহূর্তগুলোর দিকে--
আরসিবির ১৮ বছরের অপেক্ষা শেষে আইপিএল খেতাব জয়
২০০৮ সাল থেকে আইপিএলে খেলছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ২০২৪ সাল পর্যন্ত খেতাব জয়ের সুযোগ হয়নি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিটির। তবে ২০২৫ সালে রজত পাতিদারের নেতৃত্বে আরসিবি খেতাব জেতে। পঞ্জাব কিংসকে ফাইনালে হারিয়ে দিয়েছিল আরসিবি। প্রথমে ব্যাটিং করতে নেমে আরসিবি বোর্ডে তুলে নেয় ১৯১ রান। জবাবে রান তাড়া করতে নেমে পঞ্জাব ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান বোর্ডে তুলতে পারে মাত্র। ক্রুণাল ৪ ওভারে ১৭ রানের বিনিময়ে ২ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিল। ম্য়াচের সেরাও নির্বাচিত হয়েছিলেন বঢোদরার অলরাউন্ডারই।
দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব জয়
দু দশক ধরে চোকার্স তকমা নিয়ে ঘুরছিলেন। কিন্তু চোকার্স তকমা সরিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়া শিবির। ১৯৯৮ সালে শেষবার আইসিসি ট্রফি জিতেছিল দক্ষিণ আফ্রিকা। চ্য়াম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা। ২৭ বছর পর তেম্বা বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিতে নেয়। এইডেন মারক্রাম ম্য়াচ জেতানো শতরান করেছিলেন ফাইনালে।
ভারতীয় মহিলা ক্রিকেট দলের বিশ্বকাপ জয়
প্রথমবারের জন্য় ওয়ান ডে ফর্ম্য়াটের বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দল খেতাব জিতে নেয়। এর আগ ২০০৫, ২০১৭ দুবাই ফাইনালে উঠেও স্বপ্নভঙ্গ হয়েছিল। কিন্তু এবার আর তা হল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ফাইনালে খেলতে নেমে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জিতে নেয়।
রোহিত শর্মার ওয়ান ডে ক্রমতালিকায় শীর্ষে যাওয়া
৩৮ বছর বয়সে এসে ওয়ান ডে ফর্ম্য়াটে ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানে উঠে এসেছেন রোহিত শর্মা। ২০০৬ সালে ওয়ান ডে ক্রিকেটের অভিষেকের পর থেকে একবারও এই ফর্ম্য়াটে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠতে পারেননি হিটম্য়ান।
নীরজের লক্ষ্যপূরণ
ভারতের অলিম্পিক্সে সোনাজয়ী জ্যাভলিন প্লেয়ার নীরজ চোপড়া নব্বই মিটার দূরত্ব অতিক্রম করেছিলেন দোহা ডায়মন্ড লিগে।




















