IND vs ENG: 'হাল কখনও ছেড়ে দেব না', ওভাল টেস্টের পর আবেগপ্রবণ গম্ভীর
Gautam Gambhir: ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে হার, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ হার। বারবার সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনারকে।

ওভাল: সিরাজের বলটা গাস অ্য়াটকিনসনের অফস্টাম্প ভেঙে দিতেই ড্রেসিংরুমে উন্মাদের মত লাফালাফি শুরু। সাপোর্ট স্টাফ, ব্যাটিং কোচ, বোলিং কোচ ও বাকিদের মাঝে ক্যামেরা ধরার চেষ্টা করছিল গৌতম গম্ভীরকে। এই ভারতীয় দলের হেডকোচ। যিনি ইংল্যান্ড সফরে আসার আগে শুধুমাত্র বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট জয় ছাড়া এই ফর্ম্য়াটে কোনও সাফল্য পাননি। ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে হার, অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টেস্ট সিরিজ হার। বারবার সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনারকে। তিনি কোচ হওয়ার পর সাদা বলের ফর্ম্য়াটে সাফল্য পেলেও টেস্টের আঙিনায় বারবার ব্যর্থ হতে হচ্ছিল। গত ইংল্যান্ড সফরেও বিভিন্ন সময়ে দল নির্বাচন থেকে অনেক ট্যাকটিকাল মুভ নিয়েও প্রশ্ন উঠেছে। চাপা ক্ষোভ একটা ছিলই। চাইছিলেন সব সমালোচনার জবাবটা তাঁর অধীনে গিল ও বাকিরা যেন মাঠেই দিয়ে আসেন। ঠিক সেটাই হয়েছে।
ওভাল টেস্টে ৬ রানে জেতার সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ ড্র করে ফিরছে ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট দলের পক্ষ থেকে সোশ্য়াল মিডিয়ায় ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে কোচ গৌতম গম্ভীর বলছেন, ''আমরা কখনও হারব। আমরা কখনও জিতব। কিন্তু আমরা কোনও মত, কখনও হাল ছেড়ে দেব না, কখনও আত্মসমর্পন করব না। ছেলেদের জন্য আমি গর্বিত।''
ওভাল টেস্টে টানটান ম্যাচ শেষে ৬ রানে জয় পায় ভারতীয় দল। এটাই কিন্তু টেস্টের ইতিহাসে ভারতের সবথেকে কম রানে জয়। তরুণ অধিনায়ক শুভমন গিল এই টেস্টে বড় রান করতে না পারলেও, তিনি ভারতীয় অধিনায়ক হিসাবে এক সিরিজ়ে সর্বাধিক রানের রেকর্ড গড়ে ফেললেন। সুনীল গাওস্করের ৭৩২ রানের রেকর্ড ভেঙে এই সিরিজ়ে ৭৫৪ রান করা গিলই এখন শীর্ষে। ইংল্যান্ড তথা মতান্তরে বর্তমান বিশ্বের সেরা টেস্ট ব্য়াটার জো রুটও কিন্তু এই সিরিজ়ে দুরন্ত পারফর্ম করেন। ওভালে শতরানের দৌলতে তিনিই টেস্ট চ্যাম্পিয়নশিপে ছয় হাজার রান করা প্রথম ক্রিকেটার হয়ে গেলেন। পাশাপাশি তিনিই একমাত্র ব্যাটার হিসাবে ভারতের বিরুদ্ধে তিন সিরিজ়ে ৫০০ বা তার অধিক রান করলেন।
এখানেই শেষ নয়, রুট আরও ইতিহাস গড়েছেন। ওভালের শতরানটি ইংল্যান্ডের মাটিতে রুটের ২৪তম টেস্ট শতরান ছিল। ঘরের মাঠে এটি শতরানের রেকর্ড। ডন ব্র্যাডম্যানের পরে রুটই দ্বিতীয় ব্যাটার যিনি ঘরের মাঠে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে দুই হাজার রানের গণ্ডি পার করলেন।




















