IND vs SA: রাঁচিতে ম্যাচপূর্বে গম্ভীরের সঙ্গে আলোচনায় তারকা ক্রিকেটার, একাদশে ফেরার জোর জল্পনা
India vs South Africa: রাঁচিতে ভারত ও দক্ষিণ আফ্রিকা, রবিবার প্রথম ওয়ান ডে ম্যাচ খেলতে মাঠে নামবে।

রাঁচি: কিউয়িদের পর প্রোটিয়ারা, ঘরের মাঠে তিন টেস্ট সিরিজের মধ্যে দুইটিতে হেরে এই মুহূর্তে বিরাট চাপে ভারতীয় দল। ভাগ্যবদলের আশায় শনিবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে (IND vs SA) সীমিত ওভারের সিরিজ় খেলতে নামবে ভারত। এই সিরিজ় শুরুর আগে বিশেষভাবে এক ক্রিকেটারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গেল ভারতীয় কোচ গৌতম গম্ভীরকে (Gautam Gambhir)।
কে তিনি? তিনি রুতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad)। প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে যেমন রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো দুই মহারথীকে খেলতে দেখা যাবে। তেমনই এই সিরিজ়েই কিন্তু রুতুরাজ গায়কোয়ড়ও জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। ম্যাচের আগে রুতুকে দীর্ঘ সময় ভারতীয় কোচের সঙ্গে গভীর আলোচনা করতে দেখা যায়। রুতুরাজ গম্ভীরের থেকে ব্যাটিং টিপস নিচ্ছিলেন।
Ruturaj & Gambhir having a chat. 🇮🇳 pic.twitter.com/BYNPgHMqPo
— Pratyush Halder (@pratyush_no7) November 28, 2025
জুলাইয়ের ২০২৪ সালে শেষবার রুতুকে ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে দেখা গিয়েছিল। তারপর থেকে চোট আঘাত এবং খারাপ ফর্ম মিলিয়ে জাতীয় দলের বাইরেই ছিলেন রুতু। তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ফর্মে দেখা গিয়ছে মহারাষ্ট্রর ব্যাটারকে। সেই ফর্মে ভর করেই শুভমন গিলের অনুপস্থিতিতে জাতীয় দলে ডাক পেয়েছেন রুতু। রাঁচির অনুশীলনে তাঁর ও কোচ গম্ভীরের কথোপকথন দেখে সপ্তাহান্তে তাঁকে জাতীয় দলের হয়ে খেলতে দেখতে পাওয়ার সম্ভবনা উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে।
রোহিত-বিরাটের সামনে রেকর্ডের হাতছানি
বিরাট কোহলি ও রোহিত শর্মা একসঙ্গে রাঁচিতে নামার সঙ্গে সঙ্গেই ওয়ান ডে ফর্ম্য়াটে ভারতীয় জুটি হিসেবে সর্বাধিক ম্যাচ খেলার নজির গড়বেন ২ তারকা। তারা টেক্কা দেবেন সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড় জুটিকে। তারা একসঙ্গে ওয়ান ডে ফর্ম্য়াটে ৩৯১টি ম্য়াচ খেলেছিলেন। বিরাট ও রোহিতও সমসংখ্যক ম্য়াচ খেলেছেন এখনও পর্যন্ত ওয়ান ডে ফর্ম্য়াটে। রাঁচিতে নামার সঙ্গে সঙ্গে সচিন-দ্রাবিড়কে টেক্কা দিয়ে দেবেন রোকো জুটি।
ভারতীয়দের মধ্যে একসঙ্গে খেলার নিরিখে তৃতীয় স্থানে আছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায় ও রাহুল দ্রাবিড় জুটি। তারা একসঙ্গে ৩৬৯ ম্য়াচ খেলেছেন। এরপর রয়েছেন সচিন তেন্ডুলকর ও অনিল কুম্বলে জুটি। তারা ৩৬৭ ম্য়াচ খেলেছেন। সচিন ও সৌরভ একসঙ্গে ওয়ান ডে ফর্ম্য়াটে ৩৪১ ম্য়াচ খেলেছেন। তালিকায় পাঁচে রয়েছেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাডেজা জুটি। তারা একসঙ্গে ৩০৯ ম্য়াচ খেলেছেন।




















