Indian Cricket Team: ছয় ঘণ্টার দীর্ঘ বৈঠক, নিউজ়িল্যান্ড সিরিজ় হারের বোর্ডের পর কড়া প্রশ্নের মুখে রোহিত, গম্ভীর!
Gautam Gambhir: ভারতীয় কোচ গৌতম গম্ভীরের কোচিং নিয়ে বোর্ডের অন্দরমহলের সকলে সন্তুষ্ট নন বলেই শোনা যাচ্ছে।
নয়াদিল্লি: ঘরের মাঠে ১২ বছর পর টেস্ট সিরিজ় হার। তাও শুধু হার নয়, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে (IND vs NZ) সিরিজ়েই টেস্ট ইতিহাসে প্রথমবার ঘরের মাঠে তিন বা ততোধিক টেস্টের সিরিজ়ে হোয়াইটওয়াশ। এমন এক ভরাডুবির পর আলোচনা, পর্যালোচনা হওয়াটা খুবই স্বাভাবিক। এমনই হয়েছেও। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী প্রায় ছয় ঘণ্টা ধরে ভারতীয় দলের ভরাডুবির নিয়ে আলোচনা চলে। সেখানে রোহিত, গম্ভীরদের বেশ কড়া কিছু প্রশ্নের জবাব দিতে হয়।
সেই বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma), প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ ও সভাপতি রজার বিনিও। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir) অনলাইনের মাধ্যমে এই বৈঠকে উপস্থিত। পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী দল নির্বাচন, কোচিং পরিকল্পনা, মাঠের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে এই সুদীর্ঘ বৈঠকে আলোচনা করা হয়। সামনেই বর্ডার-গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ়ের ফলাফলের ওপরেই আবার ভারতীয় দলের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলা বা সুযোগ না পাওয়া নির্ভরশীল। এমন পরস্থিতিতে এই সিরিজ়ে যাতে দল আবার নিজেদের জয়ের ফিরতে পারে, নিজেদের সেরাটা দিতে পারে, সেকারণে এই বৈঠক অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলে মনে করছে বোর্ড।
খবর অনুযায়ী এই বৈঠকের আলোচনার অন্যতম প্রধান উদ্দেশ্য ছিল গম্ভীরের কোচিং। ভারতের নতুন কোচের কোচিংয়ের ধরন নিয়েও তাঁর পূর্বসূরি রাহুল দ্রাবিড়ের থেকে সম্পূর্ণই ভিন্ন। এই বদলের সঙ্গে ভারতীয় খেলোয়াড়দের মানিয়ে নিতে হচ্ছে। গম্ভীরের এই কোচিং ভারতীয় দলকে ভবিষ্যতে সাহায্য করলেও, তাঁর কোচিং পদ্ধতির সঙ্গে এখনও অনেক ক্রিকেটারই খাপ খাইয়ে উঠতে পারেননি বলেই ধারণা। অবশ্য গম্ভীরের কোচিংয়ের ধরন নিয়ে সরাসরি কোনও প্রশ্ন তোলা হয়েছিল কি না, সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। তবে বোর্ড একাংশ এই ধরনের বিস্তর পার্থক্য এবং গম্ভীরের কোচিং ভারতকে কতটা সাফল্য এনে দেবে, সেই বিষয় নিশ্চিত নয় বলেই মনে করা হচ্ছে।
কিউয়িদের বিরুদ্ধে সিরিজ়ে ভারতীয় দলের বিভিন্ন পরিকল্পনা নিয়েও পর্যালোচনা করা হয়। বিশেষত সিরিজ়ে এমন ফলাফলের পরেও ওয়াংখেড়েতে যশপ্রীত বুমরাকে ঠিক কী কারণে বিশ্রাম দেওয়া হল, বিশেষত যেখানে তাঁর পরিণামের ওপর এত কিছু নির্ভরশীল ছিল, সেই নিয়ে প্রশ্ন করা হয়। পুণেতে একবার স্পিন সহায়ক পিচে হারার পর, কেন আবার ওয়াংখেড়েতও তেমনই পিচ তৈরি করা হল, সেই নিয়ে প্রশ্নের মুখে পড়ে ম্যানেজমেন্ট।
এছাড়া সীমিত রঞ্জি ট্রফি অভিজ্ঞতা সত্ত্বেও বর্ডার-গাওস্কর ট্রফিতে ভারতীয় দলে নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানাদের মতো সাদা বল বিশেষজ্ঞদের কেন রাখা হল সেই নিয়েও সংশয় প্রকাশ করে। সকল নির্বাচকই যে নীতীশদের দলে নেওয়ার পক্ষে ছিলেন না, সেই বিষয়টাও নাকি এই বোর্ড বৈঠকে উঠে আসে বলে খবর। অর্থাৎ দল নির্বাচন থেকে কোচিংয়ের ধরন, সবকিছু নিয়েই চলে এই দীর্ঘ আলোচনা।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: গাওস্করের বিরুদ্ধে গিয়ে সন্তানসম্ভবা রোহিতের পাশে দাঁড়ানোয় ফিঞ্চকে স্যালুট স্ত্রী রীতিকার